আজ রবিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

২৮ বছর পর শাকসু নির্বাচন, ভোট নভেম্বরে

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১৪, ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ণ
২৮ বছর পর শাকসু নির্বাচন, ভোট নভেম্বরে

Oplus_16908288

Sharing is caring!

স্টাফ রিপোর্টারঃ
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) নির্বাচন আসছে নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে।
 আজ ১৪ সেপ্টেম্বর দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।
উপাচার্য বলেন, ‘প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে ছাত্র সংসদ নির্বাচনে অংশ নিচ্ছে। আমরাও শিগগির শাকসু নির্বাচন আয়োজন করতে চাই। এ ক্ষেত্রে ছাত্রদের সহযোগিতা খুব জরুরি।
যদি কেউ সংঘাতে জড়ায় বা শিক্ষার পরিবেশ ব্যাহত হয়, তবে ক্ষতিই হবে। আশা করি, সবাই উৎসবমুখর পরিবেশে অংশ নেবে।’
নির্বাচনের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফাইনালের প্রস্তুতিমূলক ছুটি চলছে এবং আগামী ১৫ অক্টোবরের দিকে পরীক্ষা শেষ হবে।
 এরপরই নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। এ লক্ষ্যে দুই-তিন দিনের মধ্যেই নির্বাচন কমিশন গঠন করা হবে। পাশাপাশি হল সংসদের গঠনতন্ত্র চূড়ান্ত করে প্রকাশ করা হবে। নির্বাচনের পূর্ণাঙ্গ রোডম্যাপ ঘোষণা করবে নির্বাচন কমিশন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের সূত্রে জানা যায়, শাবিপ্রবিতে সর্বশেষ শাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৯৭ সালে। তার আগে আরও তিনবার নির্বাচন হয়, ১৯৯৩ সাল থেকে শুরু করে। দীর্ঘ ২৮ বছর ধরে এই ছাত্র সংসদ কার্যত অচল অবস্থায় রয়েছে।