আজ সোমবার, ১০ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য মাইলফলক: সিইসি

editor
প্রকাশিত নভেম্বর ৯, ২০২৫, ০৭:১৫ অপরাহ্ণ
আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য মাইলফলক: সিইসি

Sharing is caring!

Manual6 Ad Code

অনলাইন ডেস্ক:

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৫ : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘আগামী জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আমাদের জন্য একটি মাইলফলক। একদিকে সারা বিশ্ব তাকিয়ে আছে, অন্যদিকে আমাদের সমগ্র দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে, তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য।

Manual8 Ad Code

তিনি বলেন, ‘আমাদের তরুণ সমাজ, বিশেষত যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছে, তাদের আগ্রহ আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক।’

Manual4 Ad Code

আজ রোববার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও বার্তায় ‘আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের প্রত্যাশা’ বিষয়টি তুলে ধরেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব।

Manual1 Ad Code

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আপনার ভোট আপনার শক্তি। নিজের ভোটাধিকার প্রয়োগ করুন এবং অন্যদেরও ভোট প্রয়োগে উৎসাহিত করুন।’

ভিডিও বার্তায় কমিশনের জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘নির্বাচনকালীন সময় মিথ্যা তথ্যের কারণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হয়ে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে। আমাদের সকলের দায়িত্ব উড়ো কোনো খবর অন্ধভাবে বিশ্বাস করে যেন বিভ্রান্ত না হই। সত্যিকারের নির্ভরযোগ্য উৎস হতে খবর সংগ্রহ করতে হবে। প্রয়োজনে সরাসরি ইসি অফিসে বা উপযুক্ত কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে।’

নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমদ ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের নির্বাচন প্রক্রিয়া অবশ্যই জেন্ডার বান্ধব হতে হবে। দেশের নাগরিক সে পুরুষ হোক, মহিলা হোক ভোট প্রদান করা প্রত্যেক নাগরিকের অধিকার। আর কাউকে অধিকার বঞ্চিত করার অধিকার আমাদের কারো নেই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা দেশের সকল জনসাধারণের সর্বাধিক ভোট তারা যাতে দিতে পারেন সেই বিষয়টা নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। আমরা নির্বাচন কমিশন এ লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।’

নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ভিডিও বার্তায় বলেন, ‘বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রত্যাশা একটা ভালো নির্বাচন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যেক প্রার্থী, জনপ্রতিনিধি ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান আপনারা নির্বাচনের আচরণবিধি এবং নির্বাচন সংশ্লিষ্ট আইন ও বিধি বিধান কঠোরভাবে মেনে চলবেন।’

Manual7 Ad Code

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ ভিডিও বার্তায় বলেন, ‘প্রবাসে বসবাসরত প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী প্রথম বারের মতো প্রবাস থেকে আপনাদের ভোট নিশ্চিত কল্পে ইসি একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। আমি আশা করি আপনাদের সবার সহযোগিতায় এই উদ্যোগ সফল হবে।’ বাসস

Manual1 Ad Code
Manual3 Ad Code