আজ মঙ্গলবার, ১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

রাজনৈতিক দলের সঙ্গে ১৩ নভেম্বর থেকে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন

editor
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৫, ১১:৩০ পূর্বাহ্ণ
রাজনৈতিক দলের সঙ্গে ১৩ নভেম্বর থেকে সংলাপ শুরু করবে নির্বাচন কমিশন

Sharing is caring!

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক:

ঢাকা, ১১ নভেম্বর, ২০২৫ মঙ্গলবার : রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আগামী ১৩ নভেম্বর থেকে নির্বাচন কমিশনের (ইসি) সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন ইসি সচিবালয়ের সচিব আখতার আহমেদ।

Manual8 Ad Code

আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও), রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিতে আনা পরিবর্তন এবং একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য তাদের সহযোগিতা বিষয়ে আলোচনা করাই এই সংলাপের মূল উদ্দেশ্য।

তিনি আরও বলেন, আগামী ১৩ নভেম্বর থেকে সংলাপ শুরু করার পরিকল্পনা রয়েছে। তবে এখনো পর্যন্ত কোন কোন দলকে সংলাপে আমন্ত্রণ জানানো হবে, সেটি নির্ধারণ করা হয়নি। আলোচনার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Manual4 Ad Code

ইসি সচিব জানান, গত রাতে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালার গেজেট প্রকাশিত হয়েছে। এই আচরণবিধি প্রকাশিত হওয়ার পরই সংলাপ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। আচরণবিধি ছাড়া সংলাপ অর্থবহ হতো না। এখন এটি প্রকাশিত হওয়ায় আমরা ১৩ নভেম্বর থেকেই সংলাপ শুরু করব।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, নিবন্ধিত দলগুলোর সঙ্গেই মতবিনিময় করব। আমরা আশাবাদী, রাজনৈতিক দলগুলো আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে সংলাপে অংশ নেবে। পর্যায়ক্রমে কোন কোন দলকে আমন্ত্রণ জানানো হবে, সে বিষয়ে গণমাধ্যমকেও জানানো হবে।

Manual7 Ad Code

নির্বাচন কমিশন ইতোমধ্যে গণমাধ্যম ব্যক্তিত্ব, নির্বাচন বিশেষজ্ঞ, নারী নেত্রী, শিক্ষাবিদ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করেছে। এসব মতবিনিময় থেকে পাওয়া পরামর্শ ও প্রস্তাব আচরণবিধি চূড়ান্ত করার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

কমিশন মনে করছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন্ন এই সংলাপ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে আরও গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক করে তুলবে।বাসস

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code