আজ শনিবার, ১৮ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৫৬৬

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ০৪:৪৩ অপরাহ্ণ
অপারেশন ডেভিল হান্টে গ্রেফতার আরও ৫৬৬

Sharing is caring!

Manual4 Ad Code

টাইমস নিউজ 

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অপারেশন ডেভিল হান্টে সারা দেশ থেকে আরও ৫৬৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি মামলা ও অন্যান্য অপরাধে এক হাজার ৯৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পুলিশ সদর দপ্তর।

এতে বলা হয়, গ্রেফতারের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় দুটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি, একটি ছোরা ও একটি রামদা উদ্ধার করা হয়। গত শনিবার থেকে শুরু হওয়া এই অভিযানে এখন পর্যন্ত তিন হাজার ৪১৫ জনকে গ্রেফতার করা হলো।

Manual7 Ad Code

৭ ফেব্রুয়ারি গাজীপুরে সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। আওয়ামী লীগের লোকজনই এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ ঘটনার পরই দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় সরকার। এরই ধারাবাহিকতায় ৮ ফেব্রুয়ারি থেকে ‘অপারেশন ডেভিল হান্ট’ নামে এ অভিযান শুরু হয়।

চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ১৬ থানায় আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সিএমপির ডিসি (গণসংযোগ) মাহমুদা বেগম জানান, ‘নগরীতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

রাজশাহী : রাজশাহীতে ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মহানগরীতে ৮ ও জেলা এলাকায় ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার সাবিনা ইয়াসমিন জানান, যৌথ বাহিনীর অভিযানে তাদের গ্রেফতার করা হয়। তারা সবাই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

ময়মনসিংহ ও ফুলপুর : জেলায় ১৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও যৌথ বাহিনী। বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে পুলিশ সুপার কাজী আখতার উল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

সিলেট : সিলেটে ছাত্রলীগ ও যুবলীগের ১০ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সিলেটের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ভাঙ্গা (ফরিদপুর) : ভাঙ্গায় পুলিশ ও যৌথ বাহিনীর অভিযানে নয়জনকে গ্রেফতার করা হয়েছে। ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, মোকছেদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ভেদরগঞ্জ (শরীয়তপুর) : ভেদরগঞ্জ ও সখিপুর থানায় পুলিশি অভিযান চালিয়ে এক আওয়ামী লীগ নেতাসহ ১০ জনকে গ্রেফতার করেছে।

Manual3 Ad Code

রাঙামাটি : রাঙামাটিতে আরও দুজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- রাঙামাটি পৌর আওয়ামী লীগের সদস্য ইয়াছিন ভান্ডারি ও জেলা ছাত্রলীগের সাবেক আইনবিষয়ক সম্পাদক মো. সাইদুজ্জামান পাপ্পু। পাপ্পু রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিয়ারিং বিভাগের ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থী।

Manual5 Ad Code

লালপুর (নাটোর) : লালপুর উপজেলার গোপালপুর পৌর যুবলীগের সদস্য রায়হানকে আটক করেছে পুলিশ।

সাতক্ষীরা : তালা উপজেলা সৈনিক লীগের সাবেক সভাপতি আব্দুর রবকে আটক করেছে পুলিশ।

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) : নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চোচু মং মার্মাকে গ্রেফতার করেছে পুলিশ।

বড়লেখা (মৌলভীবাজার) : বড়লেখায় যৌথ বাহিনী উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি সিরাজ উদ্দিন ও তালিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি একরাম আলীকে গ্রেফতার করেছে।

মোংলা (বাগেরহাট) : মোংলায় নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের অভিযানে আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীসহ ছয়জন আটক হয়েছেন।

চৌদ্দগ্রাম দ. (কুমিল্লা) : নাঙ্গলকোট উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগ, শ্রমিক লীগ ও ছাত্রলীগের চার নেতাকে আটক করেছে থানা পুলিশ। তাদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

কাশিমপুর-কোনাবাড়ী (গাজীপুর) : গাজীপুর মহানগরের কাশিমপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও সাত নেতাকর্মীকে গ্রেফতার করেছে কাশিমপুর থানা পুলিশ।

হবিগঞ্জ ও মাধবপুর : হবিগঞ্জের লাখাইয়ে গ্রেফতার আওয়ামী লীগ নেতা মোজাহিদ মিয়াকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মাধবপুরে যুবলীগ নেতা পরিতোষ মালাকারকে গ্রেফতার করেছে পুলিশ।

নোয়াখালী : যৌথ অভিযানে নোয়াখালীতে নয়জনকে গ্রেফতার করা হয়েছে।

নবাবগঞ্জ ও ধামরাই (ঢাকা) : ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহিদ আতিকুল ইসলাম শাহ হত্যা মামলার সাত আসামি গ্রেফতার হয়েছে। এরা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের পদধারী নেতা। এ ছাড়া যৌথ বাহিনীর অভিযানে দোহার ও নবাবগঞ্জ উপজেলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।

বগুড়া : জেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি ও পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ শেখকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

Manual6 Ad Code

সুনামগঞ্জ : জেলার বিভিন্ন উপজেলায় সাতজনকে গ্রেফতার করা হয়েছে।

কুড়িগ্রাম, ফুলবাড়ী ও চিলমারী : উলিপুর উপজেলা আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক ও উলিপুর বহুমুখী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ ও আওয়ামী লীগের এক নেতাকে পুলিশ গ্রেফতার করেছে। চিলমারীতে সাবেক ইউপি সদস্য ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

Manual1 Ad Code
Manual2 Ad Code