আজ বুধবার, ২২শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় বাইক চালক নিহত

editor
প্রকাশিত ডিসেম্বর ২১, ২০২৪, ০১:২০ অপরাহ্ণ

Sharing is caring!

Manual2 Ad Code
ফাহাদ, লোহাগাড়া (চট্টগ্রাম):

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (২১ ডিসেম্বর) সকাল আনুমানিক সাড়ে ৭ টায় উপজেলায় চুনতি ইউনিয়নস্থ জাঙ্গালীয়া এলাকায় আরকান সড়কে উক্ত সড়ক দূর্ঘটনাটি ঘটেছে।
নিহতের নাম অন্তর সরকার (৩০)। তিনি ঢাকার শান্তিনগর এলাকার অপু সরকারের পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার এসআই রাকিব বিন ইসলাম। তিনি জানান, উল্লেখিত সময়ে বাইক চালক অন্তর সরকার ও তাঁর সহপাঠী অপরজনকে নিয়ে কক্সাবাজার থেকে চট্টগ্রাম অভিমুখে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছলেই বাইক চালক অন্তর সরকার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে তাঁরা উভয়ই সড়কের উপর ছিঁটকে পড়ে যান। এমতাবস্থায় কক্সবাজার অভিমুখী দ্রুতগামী যাত্রীবাহী একটি মাইক্রোবাস ঘটনাস্থলে অন্তর সরকারকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন এবং একই সময় তাঁর সাথে থাকা সহপাঠী আহত হয়েছেন। ঘটনার পরপরই মাইক্রোবাসটি দ্রুত পালিয়ে যায়।
এদিকে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতকে উদ্ধার করে বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়ায় তাঁর নাম-ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। পরে দোহাজারী হাইওয়ে থানার পুলিশের টিম এসে নিহত বাইক চালকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে হাইওয়ে থানা সূত্রে জানা গেছে।
Manual1 Ad Code
Manual5 Ad Code