আজ শনিবার, ২২শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই

editor
প্রকাশিত মার্চ ১৩, ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ণ
অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই

Sharing is caring!

টাইমস নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই।
চিকিৎসকদের সূত্রে জানা গেছে, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিউরোসার্জন অধ্যাপক নজরুল ইসলামের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

এক সপ্তাহ থেকে লাইফ সাপোর্টে থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই; তার বয়স হয়েছিল ৭১ বছর।

রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক এই শিক্ষক বৃহস্পতিবার রাত ১০টা ৪০ মিনিটের দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

এ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. নজরুল হোসাইন রাতে বলেন, “অধ্যাপক আরেফিন সিদ্দিককে রাত ১০টা ৪০ মিনিটে মৃত ঘোষণা করা হয়েছে। তিনি লাইফ সাপোর্টে ছিলেন। তার মৃত্যুর অনেকগুলো কারণ আছে।”
রাত পৌনে ১১টায় তার দুই ভাই আতিকুল্লাহ সিদ্দিক ও সাইফুল্লাহ সিদ্দিক হাসপাতালে জড়ো হওয়া সংবাদমাধ্যম কর্মী ও শিক্ষার্থীদের মৃত্যুর খবর জানান।

আতিকুল্লাহ সিদ্দিক বলেন, শুক্রবার জুম্মার নামাজের পর পারিবারিকভাবে ধানমন্ডি ঈদগা মসজিদে জানাজা হবে। বিশ্ববিদ্যালয়ে হবে কি না সেটা পরে সেখানকার কর্তৃপক্ষ এবং শিক্ষক-শিক্ষার্থীরা সিদ্ধান্ত দেবেন। এরপর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।

অধ্যাপক সিদ্দিকের মৃত্যুর খবর জানাজানির পর হাসপাতালে তার সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং সংবাদমাধ্যমকর্মীরা জড়ো হন। ঢাকার সংবাদমাধ্যমকর্মীদের অনেকে তার সরাসরি শিক্ষার্থী।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিককে ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

২০১৭ সালে তিনি উপাচার্যের দায়িত্ব পালন শেষ করে আবারও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসরে যান তিনি।