Sharing is caring!

রেডটাইমস ডেস্ক:
জনপ্রিয় অভিনেতা আবদুল আজিজ বলেছেন, কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বাঙালী ও বাংলার সার্বজনীন মানুষের কবি। তাঁর জন্ম না হলে আমাদেরকে অনেক পিছিয়ে থাকতে হতো। নিঃসন্দেহে কাজী নজরুল আমাদের জন্য মহান আল্লাহর রহমত স্বরূপ এ অঞ্চলে জন্মগ্রহণ করে ছিলেন।
সোমবার (২৬ মে) বিকালে বাংলাদেশ পোয়েটস ক্লাবের আয়োজনে রাজধানী ঢাকার বাংলা একাডেমি নজরুল মঞ্চে জাতীয় কবির ১২৬তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রিয় অভিনেতা আবদুল আজিজ উপরোল্লিখিত কথাগুলো বলেন। ঝড়-ঝাপটা বৃষ্টি-বাদল উপেক্ষা করে রাত আট পর্যন্ত জাতীয় কবির জন্মজয়ন্তী উৎসবে মানুষের উপস্থিতি ছিল আনন্দে মুখরিত।
বাংলাদেশ পোয়েটস ক্লাবের কো-চেয়ারম্যান ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক কবি অধ্যাপক ড. শহীদুল্লাহ আনসারীর সভাপতিত্বে এবং অভিনেতা এবিএম সোহেল রশিদ ও অধ্যাপক মিলন রায়ের যৌথ উপস্থাপননায় প্রধান আলোচকের ছিলেন বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জাগ্রত জনতার কবি শিহাব রিফাত আলম রূপম। মূল প্রবন্ধ পাঠ করেন বাংলা একাডেমির উপ-পরিচালক কবি ডক্টর শাহেদ মন্তাজ।
বিশেষ আলোচক ছিলেন কবি তন্ময় হারিস, কবি নাহিদ রোকসানা, কবি মুস্তারী বেগম, কবি খান আখতার হোসেন, এডভোকেট আবদুল হক চাষী,আলহাজ্ব ড, শরীফ সাকী, অধ্যক্ষ মুহাম্মদ আলী খান চৌধুরী মানিক, সাংবাদিক আলম শামস প্রমুখ।
কবিতা পাঠে অংশগ্রহণ করেন কবি আফরোজা জেসমিন, কবি নুরুল হুদা ডিউক হুদা, কবি রুহুল আমিন হাফিজ, কবি সুবর্ণা অধিকারী, কবি রানু গাজী, কবি মেহেরুন নেছা চৌধুরী, কবি নবাব সালেহ আহমদ, কবি এস এম নজরুল, কবি রবিউল আলম রবি, কবি প্রসপারিনা সরকার, কবি মরিয়ম আক্তার, কবি মো. সাহিদুল ইসলাম, কবি দেবদাস হালদার, কবি গোলাম মাওলা সিকদার, কবি সালাম শিকদার প্রমুখ।
নজরুল গীতি পরিবেশন করেন গীতিকার ঢালী মোহাম্মদ দেলোয়ার, কন্ঠশিল্পী শফিকুল ইসলাম স্বপন, কন্ঠশিল্পী ফেরদৌসী দিনার, কন্ঠশিল্পী আঁখি আলম, মিয়া আসলাম প্রধান, শিল্পী তাসলিমা আক্তার, শিল্পী শাহ কামাল সবুজ, শিল্পী গীতিকার সপ্তিকা চক্রবর্ত্তী। কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী নেতৃত্বে যৌথ নজরুল সঙ্গীত পরিবশনে পোয়েটস ক্লাবের শিল্পীবৃন্দ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি ড. সম্পা দাস মাথায় আঘাত পেয়ে গুরুতর অসুস্থ হওয়ায় অনুষ্ঠানের পক্ষ থেকে তাঁর জন্য দোয়া ও প্রর্থণা করা হয়।