আজ রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

তাবিয়া রহমান তাসনিয়ার দুটি কবিতা

editor
প্রকাশিত মার্চ ৩, ২০২৫, ০৭:০৬ পূর্বাহ্ণ
তাবিয়া রহমান তাসনিয়ার দুটি কবিতা

Sharing is caring!

Manual4 Ad Code

স্বাধীনতার জন্ম

Manual5 Ad Code

ভেবেছিলো স্বাধীনতার জন্ম হলেই বুঝি তার দুঃখ কষ্ট দূর হবে!
অভাব অনটন রইবে না আর!
কিন্তু স্বাধীনতাকে গর্ভে ধারণ করার পর থেকেই মৃত্তিকা জননী অসুস্থ।
গর্ভে থাকা স্বাধীনতা একটু পর পর মৃত্তিকার পেটে লাথি দিয়ে দিয়ে জানান দিচ্ছিলো নতুন অস্তিত্বের কথা।
কিন্তু স্বাধীনতাকে প্রসব করতে যেয়ে রূপসী বাংলার অনেক রক্তক্ষরণ হয়েছে। আর ভয়াবহ সেই বেদনার কথা বর্ননা করার মতো নয়!
অতঃপর শ্যামল মাটির কোল জুড়ে এলো এক অপুষ্টিতে ভোগা জীর্ণ-শীর্ণ স্বাধীনতা।
মাতৃত্বের মানচিত্রে ভরে গেলো গর্ভের ত্বক।
রূপসীর রূপ লাবণ্য ম্লান হতে লাগলো,
জরায়ুতে হঠাৎ হঠাৎ যন্ত্রণা কড়া নাড়তে থাকে!
আর উপহাস করতে থাকে পড়শী প্রতিবেশী।
স্তনবৃন্তে কামড়ে ধরে স্বাধীনতা বুঝিয়ে দিতে লাগলো
স্বাধীনতাকে লালন করা বড় শক্ত কাজ।
শ্যামল বাংলা এখন রোজ রাতে পরাধীন থেকেও সুখী হবার গল্প শুনিয়ে ঘুম পাড়ায় স্বাধীনতা কে।

 

পুত্রীবানী

Manual7 Ad Code

পুত্রী!তুমি যতোই হও পরায়ণ, শীলবান,মেধাবী বা শিক্ষামনা
জেনে রেখো এ ভূবণে সফলতা অর্জন সহজ নয়।
যদি নিজেকে পতিব্রতা করে গড়ে তোলাই হয় একমাত্র লক্ষ্য!
এ-ও জেনে রেখো শ্বশুর শ্বাশুড়ী সেবী হয়েও নিন্দুক রবে ভারি।
যদি হও ভাগ্যবতী, তবে সন্তানদের মানুষ করা সহজ হতে পারে,যেমনটা রাজ্য অনুশাসন করা সহজ!
আমি চাইবো তুমি শীলবান হও,
হও প্রজ্ঞাবান এবং ত্যাগী।
হও জ্ঞানউপাসক, দৃঢ় শ্রদ্ধাসম্পন্ন।
রাগহীন, ঈর্ষাহীন, মাৎসর্যহীন।
মনে রেখো পরশ্রীকাতরতা উত্তমের কর্ম নয়।
প্রণয়িনী, তুমি চিত্তকে করো সুসংহত, সুসমাহিত।
অভিষঙ্গকে প্রতিহত করো বর্তমান জ্ঞান দ্বারা।
আত্মস্থ করো, সিদ্ধি কামিয়াবি হও বহুজ্ঞ দর্শনের উৎকর্ষতা হতে।
যদি অলৌকিক ভীতি প্রদর্শন করে অমিত্র তোমাকে পরাস্ত করতে চায়!
বলে দিও সভ্যতা পতনের তস্ত্র তোমার হস্তে।
প্রয়োজনে প্রব্রজ্যা গ্রহণ করো, তুমিও পরাক্রমশালী।
সভ্যসংঘ তা স্বীকার করুক বা না করুক
ব্রাহ্মাণ্ড প্রদীপ তোমার গর্ভাশ্রিত।

Manual3 Ad Code

Manual1 Ad Code
Manual5 Ad Code