আজ বৃহস্পতিবার, ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

পুরো গাজা দখলে নিতে ইসরায়েলের অভিযান সম্প্রসারণের পরিকল্পনায় অনুমোদন 

editor
প্রকাশিত মে ৫, ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ণ
পুরো গাজা দখলে নিতে ইসরায়েলের অভিযান সম্প্রসারণের পরিকল্পনায় অনুমোদন 

Oplus_16908288

Sharing is caring!

Manual3 Ad Code
আন্তর্জাতিক ডেস্কঃ
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় অভিযান আরও তীব্র ও বিস্তৃত করতে হাজার হাজার রিজার্ভ সেনাতে তলব করেছে ইসরায়েল।
 সোমবার (৫ মে) টাইমস অব ইসরায়েলের লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় অভিযান সম্প্রসারণের পরিকল্পনা ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে অনুমোদন দিয়েছে। ইসরায়েলি একজন কর্মকর্তা টাইমস অব ইসরায়েলকে এই তথ্য নিশ্চিত করেছে।
হিব্রু মিডিয়ার খবরে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে পরবর্তী সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সফরের পরেই এই পরিকল্পনা বাস্তবায়ন করার কথা ভাবছে ইসরায়েল। এর আগে জিম্মিদের মুক্তি এবং যুদ্ধবিরতির জন্য একটি চুক্তিতে পৌঁছাতে হামাসের সঙ্গে আলোচনা প্রচেষ্টাও অব্যাহত থাকবে।
গতকাল রোববার ইসরায়েলের সেনাপ্রধান ইয়াল জামির গাজায় হামলা সম্প্রসারণের জন্য হাজার হাজার রিজার্ভ সেনাকে তলবের কথা জানান।
জামির বলেন, চলতি সপ্তাহে আমরা গাজায় অভিযান সম্প্রসারণ ও তীব্র করতে আমাদের হাজার হাজার রিজার্ভ সেনাকে খসড়া আদেশ পাঠাচ্ছি। আমরা আমাদের জিম্মি লোকদের মুক্তি ও হামাসকে পরাজিত করতে চাপ আরও বাড়াচ্ছি।
হামাসের সকল কাঠামো ধ্বংস করার হুঁশিয়ার বার্তাও দেন ইসরায়েলি সেনাপ্রধান। এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন।
গাজার আয়তন ৩৬৫ বর্গকিলোমিটার। বার্তা সংস্থা এএফপির হিসাবে, বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে গাজায় ১৮৫ বর্গকিলোমিটারের বেশি এলাকা রয়েছে। এটি উপত্যকাটির মোট ভূখণ্ডের প্রায় ৫০ শতাংশ।
বিশ্লেষকরা ধারণা করছেন, গাজা দখলে নিতেই নতুন করে অভিযান সম্প্রসারণ ও তীব্র করছে ইসরায়েল।
গত ১৮ মাসের বেশি সময় ধরে গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৫১ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে লক্ষাধিক এবং ঘরছাড়া হয়েছে লাখ লাখ ফিলিস্তিনি।
Manual1 Ad Code
Manual5 Ad Code