আজ শনিবার, ২৩শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে বর্জ্য পাহাড়ি ছড়ায় না ফেলা ও শব্দদূষণ রোধে মানববন্ধন অনুষ্ঠিত

editor
প্রকাশিত মে ১৯, ২০২৫, ০২:৫৯ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে বর্জ্য পাহাড়ি ছড়ায় না ফেলা ও শব্দদূষণ রোধে মানববন্ধন অনুষ্ঠিত

Sharing is caring!

সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় রশনি পলি ফাইবার কোম্পানী লিমিটেড এর বিষাক্ত বর্জ্য পাহাড়ি ছড়ায় না ফেলা ও কোম্পানির কারখানা থেকে শব্দদূষণ রোধে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রামবাসীরা।
সোমবার (১৯ মে) দুপুরের উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজাপাড়া গ্রামের রশনি পলি ফাইবার কোম্পানীর সামনে রাজাপারা ও বাদে-আলিশা এলাকার সর্বস্তরের জনগণ এর আয়োজনে এ মানববন্ধনে বক্তব্য রাখেন ভূনবীর ইউনিয়নের সাবেক মেম্বার আব্দুল আহাদ, গ্রামবাসীর পক্ষে মনা মিয়া, রাসেল মিয়া, রহিম মিয়া, সোহেল মিয়া, আল আমিন প্রমুখ।
মানববন্ধনে বক্তরা বলেন, রশনি পলি ফাইবার কোম্পানীর বর্জ্য সরাসরি পাহাড়ি ছড়ায় পাইপ দিয়ে ফেলা হয়। তাদের এই অব্যবস্থানার কারণে ফসলি জমি, হাওড়ের মাছ, গবাদিপশুর ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। গ্রামের জনবসতি এলাকায় এই ফ্যাক্টরি স্থাপন করার কারণে দিন-রাত প্রচন্ড শব্দে মেশিন চালানো হয়। এর ফলে গ্রামবাসী শব্দদূষনের শিকার হচ্ছেন। অনেকে অসুস্থ হচ্ছেন। এই বিষয়ে বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও প্রতিকার পাচ্ছেন না বলে অভিযোগ করেন বক্তরা।