আজ সোমবার, ৩রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

আইজিপির সঙ্গে জাতিসংঘের প্রতিনিধিদলের সাক্ষাৎ

editor
প্রকাশিত নভেম্বর ২৭, ২০২৪, ০৩:৫০ অপরাহ্ণ

Sharing is caring!

Manual1 Ad Code

রেডটাইমস ডেস্ক,

Manual3 Ad Code

বাংলাদেশ পুলিশের আইজিপি বাহারুল আলম বিপিএম এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের এক প্রতিনিধিদল।

Manual4 Ad Code

আজ বুধবার (২৭ নভেম্বরে) বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার কার্যালয়ের সিনিয়র হিউম্যান রাইটস অফিসার ফ্রান্সেসকা মারোত্তা দুই সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অপর সদস্য হলেন হিউম্যান রাইটস অফিসার ডেভিড লকহেড।

প্রতিনিধিদল চলমান পুলিশ সংস্কার কার্যক্রমের নানা দিক নিয়ে আইজিপির সাথে মতবিনিময় করেন। তারা এক্ষেত্রে সম্ভাব্য সকল ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

Manual2 Ad Code

সাক্ষাৎকালে আইজিপি স্বাধীন পুলিশ কমিশন ও পুলিশ অভিযোগ সেল গঠনের ওপর গুরুত্বারোপ করেন, যেখানে সংক্ষুব্ধ জনগণ পুলিশের বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন। বর্তমানে পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলেও আইজিপি উল্লেখ করেন।
আইজিপি বাংলাদেশ পুলিশের প্রশিক্ষণসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার আশ্বাস প্রদান করায় ওএইচসিএইচআর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code