আজ সোমবার, ১লা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় অর্ধ কিলোমিটার টেনে নিল ইজিবাইক

editor
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৫, ০৭:১২ অপরাহ্ণ
কালীগঞ্জে ট্রেনের ধাক্কায় অর্ধ কিলোমিটার টেনে নিল ইজিবাইক

Sharing is caring!

তৈয়বুর রহমান,কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালীগঞ্জে ঢাকা-টঙ্গী-ভৈরব রেল রুটে এক ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে।

রোববার (৩১ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার আড়িখোলা রেলস্টেশনের অদূরে তুমলিয়া বালক উচ্চ বিদ্যালয়ের পেছনে চুয়ারিয়াখোলা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন আড়িখোলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আরমান হোসেন।

স্থানীয় সূত্রে জানা যায়, টঙ্গী-কালীগঞ্জ সড়ক থেকে তুমলিয়া বারক উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে একটি ইজিবাইক চুয়ারিয়াখোলা রেলক্রসিং পার হচ্ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা ব্রাহ্মণবাড়িয়াগামী তিতাস কমিউটার ট্রেনটি ইজিবাইকটিকে ধাক্কা দেয়। পরে প্রায় অর্ধ কিলোমিটার দূরে কাপাসিয়া রোডের কাটারপাড় এলাকায় গিয়ে থেমে যায় ইজিবাইকটি।

স্টেশন মাস্টার আরমান হোসেন জানান, ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেলেও আশ্চর্যজনকভাবে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।