Sharing is caring!

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জইনকা ছড়ার সরকারি ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
শুক্রবার((১৯শৈ সেপ্টেম্বর) বাদ জুম্মা উপজেলার সদর ইউনিয়নের মৌলভীবাজার সড়কে ৫নং ব্রীজের পাশে উত্তর ভাড়াউড়ার এলাকাবাসী এ মানববন্ধন করেন।
মানববন্ধনে এলাকাবাসীরা বলেন,বিগত ২০/২৫ বছর এ ছড়ার সরকারি কোন ইজারা ছিল না। বিগত দুই বছর থেকে এ ছড়ার ইজারা দেয়ার ফলে বালু উত্তোলনের কারণে রাস্তা,গাইডওয়াল ভেঙে পড়েছে। শ্রীমঙ্গল-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ৫ নং ব্রীজের নিচ থেকে বালু উত্তোলনের কারণে সরকারি ওই স্থাপনা হুমকির মূখে রয়েছে বলে জানান এলাকাবাসী।
এছাড়া ছড়ার পাশে মসজিদ ও মানুষের বাসাবাড়ি থাকার কারণে ওই ছড়া থেকে চিরতরে বালু উত্তোলন বন্ধের দাবী জানান। এলাকাবাসীরা সরকারি দপ্তরে ইতিমধ্যে চিঠি দিয়েছেন যাতে এ ছড়ার সরকারি ইজারা না দেয়া হয়।
স্থানীয় বাসিন্দা’রা মানববন্ধনে বলেন, আমরা এলাকাবাসী নিজে’রা টাকা তুলে রাস্তার পাশে গাইডওয়াল, রাস্তা মেরামত ও সংস্কার করেছি। রাস্তার গাইডওয়াল, মেরামত ও সংস্কারে প্রায় ২(দুই) লক্ষ টাকা খরচ করেছি। উক্তবিষয়ে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার,সহকারি ভূমি কমিশনার( শ্রীমঙ্গল) লিখিত অভিযোগ প্রদান করেন বলেও জানান।
ভাড়াউড়া এলাকার মুরুব্বি ও সাবেক শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর সাঈদ মিয়া জানান,এ ছড়ার ইজারা দেয়ায় বালু উত্তোলনের ফলে রাস্তা,গাইডওয়াল ভেঙে পড়েছে। মসজিদ ও সরাসরি ব্রীজ হুমকির মূখে। তিনি খনিজ সম্পদ অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসক মৌলভীবাজারের দৃষ্টি আকর্ষণ করে বলেন অবিলম্বে এ ছড়ার ইজারা বাতিল করার।
এ ব্যাপারে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো.ইসলাম উদ্দিন বলেন, মানববন্ধন হয়েছে এ বিষয়ে অবগত হয়েছি। ইতিমধ্যে এসিল্যান্ড ও সার্ভেয়ারকে নির্দেশ দেয়া হয়েছে সরেজমিন পরিদর্শন করে এর মূল্যায়ন প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে তিনি জানান।