আজ রবিবার, ২৬শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

স্টেশনে অভিযান, ট্রেনে যাচাই—শ্রীমঙ্গলে টিকিটবিহীন যাত্রীর দিন শেষ?

editor
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৫, ১২:১৬ অপরাহ্ণ
স্টেশনে অভিযান, ট্রেনে যাচাই—শ্রীমঙ্গলে টিকিটবিহীন যাত্রীর দিন শেষ?

Sharing is caring!

Manual3 Ad Code
তাপস দাশ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
রেলওয়ে যাত্রীসেবায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে শ্রীমঙ্গলে টিকিটবিহীন যাত্রী ও টিকিট কালোবাজারিদের বিরুদ্ধে রেলওয়ে কর্তৃপক্ষের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। রবিবার (২৬ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে এই অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটি) তানজিরুজ্জামান ও সঞ্জয় কুমার হাওলাদার। সিলেটগামী পারাবত এক্সপ্রেসে ‘এনআইডি যার, টিকিট তার’ নীতিতে যাত্রীদের টিকিট ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার, স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন, রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা।
স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, “অনেক সময় দেখা যায়, টিকিট কিনে অন্য যাত্রীর কাছে বিক্রি করে দেওয়া হয়। এখন থেকে যাত্রীরা টিকিট ও এনআইডি একসঙ্গে প্রদর্শন না করলে ট্রেনে উঠতে পারবে না। এতে কালোবাজারি অনেকটা কমে যাবে।”
অভিযান চলাকালে তিনজন যাত্রীর এনআইডি ও টিকিটের তথ্যের মিল না পাওয়ায় ২ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয় বলে জানান ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক সঞ্জয় কুমার হাওলাদার। তিনি বলেন, “যাত্রীসেবা উন্নত করতে ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।”
অভিযানের সময় ট্রেনে থাকা স্থানীয় যাত্রী রুহুল আমিন বলেন, “আগে দেখতাম অনেকেই টিকিট ছাড়াই উঠে যেত। এখন সবাই টিকিট দেখাতে হচ্ছে, এতে ভিড়ও কিছুটা কমেছে।” আরেক যাত্রী শামসুন্নাহার বলেন, “এই পদক্ষেপ ভালো। আমরা যারা নিয়ম মেনে টিকিট কেটে যাই, তাদের জন্য এটা নিশ্চিন্তের।”
রেলওয়ে কর্মকর্তারা জানান, যাত্রীদের মধ্যে সচেতনতা বাড়াতে স্টেশন ও ট্রেনে এ ধরনের যাচাই অব্যাহত থাকবে। একই সঙ্গে টিকিট কালোবাজারি দমন ও সেবায় স্বচ্ছতা আনতে নিয়মিত অভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
Manual1 Ad Code
Manual8 Ad Code