আজ শনিবার, ১৫ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক হলেন তৌহিদুজ্জামান পাবেল

editor
প্রকাশিত নভেম্বর ১৫, ২০২৫, ০৮:৫১ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে নবাগত জেলা প্রশাসক হলেন তৌহিদুজ্জামান পাবেল

Sharing is caring!

Manual3 Ad Code

রেডটাইমস ডেস্ক মৌলভীবাজার:

মৌলভীবাজারে জেলা প্রশাসনের শীর্ষ পদে এসেছে পরিবর্তন। বিদায়ী জেলা প্রশাসক মো. ইসরাঈল হোসেন দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়ার পর নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক তৌহিদুজ্জামান পাভেল।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ।জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়,বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেলকে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পদায়ন করা হয়েছে।

Manual6 Ad Code

তৌহিদুজ্জামান পাভেল এর আগে দুদকে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবেও কর্মরত ছিলেন। প্রশাসনে তাঁর দক্ষতা,নেতৃত্ব ও সুপরিচিত কর্মনিষ্ঠার কারণে তিনি একজন অভিজ্ঞ কর্মকর্তা হিসেবে পরিচিত।

Manual7 Ad Code

তৌহিদুজ্জামান পাভেল মুন্সিগঞ্জ জেলার মানিকপুর মহল্লার এই কৃতি সন্তান মরহুম এডভোকেট শামসুজ্জামান মালিকের কনিষ্ঠ পুত্র। একই মহল্লার আরেক কর্মকর্তা আশরাফুর রহমান সম্প্রতি সিলেট বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার হিসেবে পদায়ন হয়েছেন।

এদিকে মৌলভীবাজারে দায়িত্ব পালনকালে উন্নয়ন তদারকি,প্রশাসনিক দক্ষতা ও জনসেবামূলক কর্মকাণ্ডের জন্য বিদায়ী জেলা প্রশাসক মো. ইসরাঈল হোসেন স্থানীয়দের প্রশংসা অর্জন করেছেন। জেলার মানুষ তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং নতুন জেলা প্রশাসককে স্বাগত জানিয়েছেন। নবাগত জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেলের নেতৃত্বে জেলার সামগ্রিক উন্নয়ন আরও গতিশীল হবে বলে সকলের প্রত্যাশা।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code