আজ বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বেঙ্গলি ওয়ার্কার্স এসোসিয়েশন পালন করলো বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস

editor
প্রকাশিত ডিসেম্বর ২৩, ২০২৪, ০১:৪৩ অপরাহ্ণ

Sharing is caring!

Manual6 Ad Code

লন্ডন প্রতিনিধি

Manual7 Ad Code

বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় লন্ডনের কেমডেন এর ঐতিহাসিক সুরমা সেন্টারে বেঙ্গলি ওয়ার্কার্স এসোসিয়েশন এর উদ্যোগে বাংলাদেশের ৫৩তম বিজয় দিবস পালন করা হয় । অনুষ্ঠানটি জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয়।স্বাগত বক্তব্য রাখেন সুরমা সেন্টারের চেয়ারম্যান ছালিক মিয়া।

Manual7 Ad Code

এতে বিশেষ অতীতি হিসেবে উপস্হিত থেকে বক্তব্য রাখেন কেমডেন মেয়র সমতা খাতুন, স্পিকার অব টাওয়ার হ্যামলেট সায়েফ উদ্দিন খালেদ, নিউহ্যাম কাউন্সিলের চেয়ার কাউন্সিলর রহিমা রহমান, কাউন্সিলর মুজিবুর রহমান জসিম, কাউন্সিলর শেরওয়ান চৌধুরী, মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, কমিউনিটি লিডার জয়নাল উদ্দিন, আহাদ চৌধুরী, সাব্বির করিম প্রমূখ।

২য় পর্বে অনুস্ঠিত হয় কবিতা আবৃত্তি ও সঙ্গীতানুস্ঠান । এতে কবিতা আবৃতি করেন স্মৃতি আজাদ, নজরুল ইসলাম অকিব, মুজিবুল হক মনি, দেওয়ান গৌস সুলতান, এবং স্পিকার ব্যারিষ্টার সয়িফ উদ্দিন খালেদ। গান পরিবেশনায় ছিলেন কন্ঠ শিল্পি ইফাত আরা খানম, তাহমিনা শিপু, জীবন, অনামিকা মিঠু এবং তাহির আলী সহ অনেকে । সবকটি অনুষ্টান পরিচালনা করেন সংগঠনের ডাইরেক্টর কালচারাল সেক্রেটারি হেনা বেগম।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code