আজ বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

অভিনেতা প্রবীর মিত্র আর নেই

editor
প্রকাশিত জানুয়ারি ৫, ২০২৫, ০৫:৫৯ অপরাহ্ণ
অভিনেতা প্রবীর মিত্র  আর নেই

Sharing is caring!

Manual1 Ad Code

টাইমস নিউজ

 

Manual7 Ad Code

রূপালী পর্দার নবাব খ্যাত কিংবদন্তি অভিনেতা প্রবীর মিত্র রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেতা মিশা সওদাগর ও প্রবীর মিত্রের ছোট ছেলে সিফাত ইসলাম।

Manual3 Ad Code

রোববার রাত ১০টা ১০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

প্রবীর মিত্র বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। শরীরে অক্সিজেন–স্বল্পতাসহ বেশ কিছু অসুস্থতায় গত ২২ ডিসেম্বর তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

Manual4 Ad Code

প্রবীর মিত্র ১৯৪৩ সালের ১৮ আগস্ট কুমিল্লার চান্দিনায় জন্মগ্রহণ করেন। তার পুরো নাম প্রবীর কুমার মিত্র। পুরান ঢাকায় বড় হওয়া প্রবীর মিত্র স্কুলজীবন থেকেই নাট্যচর্চার সঙ্গে যুক্ত হন।

১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে প্রবীর মিত্র তার অভিনয়জীবন শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ‘তিতাস একটি নদীর নাম,’ ‘জীবন তৃষ্ণা,’ ‘সেয়ানা,’ ‘ফরিয়াদ,’ ‘ফকির মজনু শাহ,’ ‘অঙ্গার’ সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

Manual1 Ad Code

১৯৮২ সালে তিনি ‘বড় ভালো লোক ছিল’ চলচ্চিত্রের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ পার্শ্বচরিত্রে অভিনেতা বিভাগে পুরস্কার পান। ২০১৮ সালে তিনি আজীবন সম্মাননা অর্জন করেন।১৯৬৯ সালে প্রয়াত এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রের মাধ্যমে প্রবীর মিত্র তার অভিনয়জীবন শুরু করেন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি ‘তিতাস একটি নদীর নাম,’ ‘জীবন তৃষ্ণা,’ ‘সেয়ানা,’ ‘ফরিয়াদ,’ ‘ফকির মজনু শাহ,’ ‘অঙ্গার’ সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন।

Manual1 Ad Code
Manual4 Ad Code