আজ মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য কমিটির সম্মেলন

editor
প্রকাশিত জানুয়ারি ৯, ২০২৫, ০২:২১ পূর্বাহ্ণ
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির যুক্তরাজ্য কমিটির সম্মেলন

Sharing is caring!

Manual2 Ad Code

লন্ডন থেকে আজিজুল আম্বিয়া 

Manual4 Ad Code

৭ জানুয়ারী লন্ডনে একাত্তরের ঘাতক দালাল নির্মুল কমিটির সন্মেলনে সৈয়দ এনাম ইসলামকে সভাপতি, জুয়েল রাজকে সাধারণ সম্পাদক ও এনামুল হক এনামকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে সংগঠনের ২০২৫ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
সম্মেলনের প্রথম পর্বে বিগত কমিটির সভাপতি সৈয়দ আনাস পাশার স্বাগত বক্তব্যের পর সাধারণ সম্পাদক মুনিরা পারভীন প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে গত বছরের বিস্তারিত তুলে ধরেন। আর্থিক বিবরনী তুলে ধরেন এনামুল হক।

সম্মেলনে বক্তব্য রাখেন, উপদেষ্টা কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, প্রবাসে মুক্তিযুদ্বের সংগঠক মাহমুদ এ রউফ, ও হামিদ মোহাম্মদ, সহ সভাপতি হরমুজ আলী ও কেন্দ্রীয় নেতা আনসার আহমেদ উল্লাহ, সহ সভাপতি নিলুফা ইয়াসমিন হাসান, জামাল আহমেদ খান, মকিস মনসুর , নাজমা হোসেন, যুগ্ম সম্পাদক জুয়েল রাজ, শাহ মুস্তাফিজুর রহমান বেলাল, নির্বাহী সদস্য নূরউদ্দীন আহমেদ, জেসমিন চৌধুরী ।

Manual7 Ad Code

হরমুজ আলী তার বক্তব্যে বলেন, বিগত ১৫ বছরের আন্দোলন আর বর্তমানের আন্দোলন সম্পূর্ণ ভীন্ন। এবারের যুদ্ধটা আলাদা, তাই এমন নেতৃত্ব নিয়ে আসতে হবে যারা এই যুদ্ধটা স্বপ্রণোদিত হয়ে নেতৃত্ব দিবেন। জেসমিন চৌধুরী বলেন, আমাদের ৭১ চেতনা বলেন কিংবা ১৯৭২ এর সংবিধানের প্রতি বিশ্বাস থেকেই আমি সংশ্লিষ্ট হয়েছিলাম। এখন সময় নতুন প্রজন্মকে আমাদের সাথে শরিক করতে হবে। নতুন কমিটি আমাদের সেই প্র‍্যতাশা পূরণ করবে। সহ সভাপতি নিলুফা ইয়াসমিন হাসান বলেন, আমরা জানি কেন বাংলাদেশে এই পরিস্থিতি হয়েছে আমরা জানি, বাংলাদেশ থেকে ১৯৭১, মুক্তিযুদ্ধ এই সব মুছে দিতে চাইছে।

উপদেষ্টা পরিষদের সভাপতি এম এ রউফ বলেন, যুদ্ধ করে একবার বাংলাদেশ স্বাধীন করেছি, এরপরে কেন আমরা আবার যুদ্ধ করব? আগে আমাদের আত্মসমালোচনা করতে হবে। মুক্তিযোদ্ধা আবু মূসা হাসান বলেন, আমাদের কে হাল ছেড়ে দিলে হবে না। আমাদের স্বাধীনতা বিপন্ন , মুক্তিযুদ্ধ, জাতির জনক, সংবিধান সবই বিপন্ন । শুধু আত্মসমালোচনা করলে হবে না। নতুন করে আমাদের ভাবতে হবে। এই অপশক্তিকে রুখে দিতে হবে। যারা নতুন নেতৃত্বে আসবে তারা একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটিকে বড় পরিসরে নেতৃত্ব দিবে ।শাহ মুস্তাফিজুর রহমান বেলাল বলেন, আমরা তো যুদ্ধেই আছি , এবার যেন আমরা শত্রু মিত্র চিনতে ভুল না করি।

Manual6 Ad Code

দ্বিতীয় পর্বে গত কমিটি বিলুপ্ত করে, সর্ব সন্মতি ক্রমে সৈয়দ এনাম ইসলামকে সভাপতি, জুয়েল রাজকে সাধারণ সম্পাদক ও এনামুল হক এনামকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয় ।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code