আজ বুধবার, ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

editor
প্রকাশিত জানুয়ারি ১১, ২০২৫, ০৫:২৪ অপরাহ্ণ
সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা

Sharing is caring!

Manual5 Ad Code

টাইমস নিউজ 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বেশ কয়েকজন আলোকিত ও উদ্যোগী মানুষ মানবসেবার মন-মানসিকতা নিয়ে সিলেট কিডনি ফাউন্ডেশনে মিলিত হয়েছেন। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

Manual4 Ad Code

ইতোমধ্যে এটি সিলেটের মানুষের কাছে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে সর্বজন সমাদৃত। সম্মিলিত ইচ্ছা-শক্তির মাধ্যমে সৃষ্ট এ প্রতিষ্ঠান মানুষের সেবায় রোল মডেল হয়ে উঠুক, এটাই আমাদের চাওয়া।

শনিবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সিলেটে কিডনি ফাউন্ডেশন হাসপাতালের উদ্বোধনকালে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমি আশা করি কিডনি ফাউন্ডেশন হাসপাতাল কিডনি রোগীদের সেবায় নিয়োজিত থাকবে। বিশেষ করে সুবিধাবঞ্চিত ও অসহায় রোগীদের জন্য এটি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হবে। সাশ্রয়ী ও আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দেওয়া এবং রোগ প্রতিরোধ ও প্রতিকারের জন্য মাঠ পর্যায়ে তারা কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থায় এটি মাইলফলকের ভূমিকা রাখবে। সিলেট কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ২০১৮ সাল থেকে একটি ভাড়া করা ভবনে কিডনি রোগীদের ৫০ শতাংশ ছাড়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুরশীদ বলেন, সমাজকল্যাণ অধিদপ্তরের অধীনে ৭৬ হাজার প্রতিষ্ঠান আছে। সিলেটের কিডনি ফাউন্ডেশনও এর অন্তর্ভুক্ত। সমাজকল্যাণ অধিদপ্তর ও কিডনি ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এ হাসপাতাল নির্মাণ সত্যিই একটি অসাধারণ কাজ।

অনুষ্ঠানের বিশেষ অতিথি তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, একটি প্রতিষ্ঠানকে উন্নত করতে হলে অর্থনৈতিক, প্রোগ্রাম্যাটিক, টেকসই দৃষ্টিভঙ্গি এবং যোগ্য উত্তরসূরি দরকার। এ প্রতিষ্ঠানের সঙ্গে যারা ছিলেন, তারা কেবল স্বপ্ন দেখেননি, বরং স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করেছেন।

Manual1 Ad Code

কিডনি ফাউন্ডেশন সিলেট-এর সভাপতি প্রফেসর ডা. জিয়া উদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং ট্রাস্টি ফিতরাত রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- কিডনি ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক ডা. হারুন-উর রশিদ, মেজর জেনারেল আজিজুর রহমান-বীর উত্তম, অধ্যাপক ডা. জিয়াউদ্দিন আহমেদ এবং কিডনি ফাউন্ডেশন সিলেটের সাধারণ সম্পাদক কর্নেল (অব.) এম এ সালাম বীরপ্রতীক, চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমদ-উস-সামাদ চৌধুরী জেপি, মেজর জেনারেল আজিজুর রহমান বীর উত্তম, ঢাকাস্থ ন্যাশনাল কিডনী ফাউন্ডেশন অ্যান্ড রিসার্চ হাসপাতাল ট্রাস্টের চেয়ারম্যান প্রফেসর ড. হারুনুর রশীদ, ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদ, ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ, ব্র্যাক ব্যাংক পিএলসি’র চেয়ারপার্সন মেহেরিয়ার এম হাসান, শহীদ প্রফেসর শামসুদ্দিন আহমদ ফাউন্ডেশন অ্যান্ড এডুকেশন ট্রাস্ট-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সালাহউদ্দীন আহমেদ, সৈয়দ জাকি হোসাইন।

কিডনি ফাউন্ডেশন সিলেট-এর চেয়ারম্যান ডা. জিয়া উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক কর্নেল (অব.) এম এ সালাম বীরপ্রতীক অনুষ্ঠানে আগত অতিথিদেরকে ধন্যবাদ জানান।

Manual4 Ad Code

আন্তর্জাতিক মানের স্বয়ংসম্পূর্ণ হাসপাতাল স্থাপনের লক্ষ্যে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী লায়ন জুবায়ের আহমদ চৌধুরী ও তার পরিবারের সদস্যরা ১২০ শতক জমি বিনামূল্যে এবং বিনাশর্তে দান করেন। এ হাসপাতাল নির্মাণের জন্য ২০১৮ সাল থেকে উদ্বোধন পর্যন্ত প্রায় ৩৪ কোটি টাকা ব্যয় হয়েছে। বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ অধিদপ্তর ও কিডনি ফাউন্ডেশন সিলেট-এর যৌথ উদ্যোগে ১৫০ শয্যার এ হাসপাতাল নির্মাণ করা হয়।

Manual8 Ad Code

Manual1 Ad Code
Manual8 Ad Code