আজ সোমবার, ১৫ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পুরো টিম হয়ে খেলল দুর্বার রাজশাহী

editor
প্রকাশিত জানুয়ারি ১৭, ২০২৫, ১০:১৪ পূর্বাহ্ণ
পুরো টিম হয়ে খেলল দুর্বার রাজশাহী

Sharing is caring!

Manual8 Ad Code

টাইমস নিউজ  

পুরো টিম হয়ে খেলল দুর্বার রাজশাহী। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কোনো ফিফটি নেই, ছিল না তেমন কোনো ঝোড়ো ইনিংস। তবুও স্কোরবোর্ডে জমা পড়েছে দুইশ ছুঁইছুঁই রান। আর্থিক সমস্যায় মিটতেই যেন ফের জ্বলে উঠলেন এনামুল হক ব্রিগেড।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ১৮৪ রান তুলেছে রাজশাহী। ৭ উইকেট হারানোর দিনে রায়ান বার্ল খেলেছেন সর্বোচ্চ ৪১ রানের ইনিংস। জিততে হলে আরিফুল হকের সিলেটকে তাসকিনদের বিপক্ষে ওভারপ্রতি তুলতে হবে ৯.২০ করে রান।

Manual4 Ad Code

শুক্রবার দিনের প্রথম খেলায় ওপেনিংয়ে দারুণ শুরু পায় রাজশাহী। দুই ওপেনার তিন ওভারেই তুলে নেয় ৩০ রান। ১৪ বলে ১৯ রান করা মোহাম্মদ হারিসকে ফেরান নাহিদুল ইসলাম। আরেক ওপেনার জিসান আলমের ব্যাটে আসে ২০ রান।

Manual7 Ad Code

অধিনায়ক এনামুল হক ছোট তাণ্ডব চালালেও ইনিংস বড় করতে পারেননি। ২২ বলে ৩২ রান যোগ করেন এনামুল। চারে নামা রায়ান বার্ল খেলেন ইনিংসের সর্বোচ্চ স্কোর। ২৭ বলে জিম্বাবুইয়ান হার্ডহিটার খেলেন ৪১ রানের ইনিংস। পরে ইয়াসির আলীর ১৯ ও মৃত্যুঞ্জয়ের ১২ রানের ছোট ঝড়ে দেড়শ ছাড়িয়ে দুইশ রানের কাছাকাছি যায় রাজশাহী।

Manual4 Ad Code

সিলেটের হয়ে দুর্দান্ত দিন কাটিয়েছেন নাহিদুল। ২০ রান খরচায় তিনি নিয়েছেন দুটি উইকেট। ৩২ রান দিয়ে রুয়েল মিয়া নিয়েছেন তিনটি উইকেট। অধিনায়ক আরিফুল হক ছিলেন যথেষ্ট খরুচে। ৩ ওভারে ৩৫ রান দিলেও কোনো উইকেট পাননি তিনি। পাওনা পুরো না পেয়ে তেতে থাকা তাসকিন-সানজামুলদের বিপক্ষে ওভারপ্রতি নয় রানের বেশি করে নিতে হবে সিলেটকে। বর্তমানে টেবিলে ছয় নম্বরে আছে রাজশাহী। সিলেট আছে ৫ নম্বরে। দুদলেরই সমান ৪ করে পয়েন্ট।

Manual5 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code