আজ শনিবার, ৪ঠা অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ

পুলিশ সদর দপ্তরের সামনে চাকরিচ্যুত পুলিশদের বিক্ষোভ

editor
প্রকাশিত জানুয়ারি ২৯, ২০২৫, ০৯:৪১ পূর্বাহ্ণ
পুলিশ সদর দপ্তরের সামনে চাকরিচ্যুত পুলিশদের বিক্ষোভ

Sharing is caring!

Manual2 Ad Code

টাইমস নিউজ 

Manual2 Ad Code

শেখ হাসিনার আমলে অবৈধভাবে চাকরিচ্যুত সব পুলিশ সদস্যদের পুনর্বহালের দাবিতে আবারও অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত পুলিশ সদস্যরা। বুধবার দুপুর সোয়া ১২টার দিকে পুলিশ সদরদপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, পুলিশ সদরদপ্তরের সামনে কয়েকশ পুলিশ সদস্য অবস্থান নিয়েছে। ফুটপাতে দাঁড়িয়ে থাকা চাকরিচ্যুত পুলিশ সদস্যদের সামনেই পোশাক পরিহিত পুলিশ সদস্যরা দাঁড়িয়ে আছে। আর এসময় চাকরি ফিরে পেতে নানা ধরনের স্লোগান দিচ্ছে চাকরিচ্যুত পুলিশ সদস্যরা।

Manual8 Ad Code

আন্দোলনরত চাকরিচ্যুত পুলিশ সদস্যরা কোনো বৈষম্যের শিকার হতে চান না। চাকরি ফিরে পেতে আর কোনো কালক্ষেপণ চান না। নির্বাহী আদেশে তাদের চাকরি ফিরে দেওয়ার দাবি জানান তারা।

Manual3 Ad Code

অবস্থান কর্মসূচি পালন করা চাকরিচ্যুত কনস্টেবল জাহিদ হাসান বলেন, আমরা গত ছয় মাস ধরে চাকরি ফিরে পাওয়ার জন্য দাবি জানিয়ে আসছি। অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আমাদের চাকরি ফিরে দেওয়ার জন্য পুলিশ হেডকোয়ার্টারকে আদেশও দিয়েছিলেন। কিন্তু ছয় মাসেও তা বাস্তবায়ন হয়নি।

Manual5 Ad Code

ডিএমপি রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মাসুদ আলম বলেন, চাকরি ফিরে পাওয়ার জন্য চাকরিচ্যুত পুলিশ সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছে। আমরা তাদের বলেছি আলোচনায় বসার জন্য। কিন্তু তারা যেতে চাচ্ছে না।

Manual1 Ad Code
Manual3 Ad Code