আজ শুক্রবার, ২৫শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শর্তহীনভাবে সাদপন্থিদের মাঠ বুঝিয়ে দেয়ার নির্দেশ

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ৯, ২০২৫, ০৭:৪০ অপরাহ্ণ
শর্তহীনভাবে সাদপন্থিদের মাঠ বুঝিয়ে দেয়ার  নির্দেশ

Sharing is caring!

টাইমস নিউজ

বিভিন্ন প্রতিবন্ধকতার পর এবার শর্তহীনভাবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের আয়োজনের জন্য শর্তহীনভাবে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের মাঠ বুঝিয়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক ৬ শাখার উপসচিব আবু সাঈদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বিশ্ব ইজতেমার ২য় পর্ব আয়োজনের নিমিত্তে ৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ বাদ আছর ইজতেমা ময়দান তাবলিগ জামাত বাংলাদেশ, মাওলানা সাদ সাহেবের অনুসারীদের নিকট হস্তান্তরের পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।