আজ রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

উপদেষ্টা ফারুকীর শপথের পর যা লিখলেন স্ত্রী তিশা

editor
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪, ০৭:৪১ অপরাহ্ণ
উপদেষ্টা ফারুকীর শপথের পর যা লিখলেন স্ত্রী তিশা

Sharing is caring!

টাইমস নিউজ 

 

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১০ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি নতুন তিন উপদেষ্টাকে শপথ পড়িয়েছেন, তাদের মধ্যে ছিলেন ফারুকীও। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর এই নির্মাতাকে অভিনন্দন জানিয়েছেন তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।

বঙ্গভবনে ফারুকীর সঙ্গী হয়েছিলেন তিশা। স্বামীর উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের মুহূর্তের ভিডিও ফেসবুকে পোস্ট করে তিশা লিখেছেন, ‘নতুন পথচলার জন্য তোমাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ।’

তিশার ফেসবুক পোস্টে অনেকে ফারুকীকে অভিনন্দন জানাচ্ছেন। সে ভিডিওতে ইতোমধ্যে ১২ হাজারের বেশি রিঅ্যাকশন এসেছে। মন্তব্য পড়েছে আটশর কাছাকাছি।

তিশা ছাড়াও বিনোদন অঙ্গনের অনেকেই ফারুকীকে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন নির্মাতা স্বপন আহমেদ, নির্মাতা খিজির হায়াত খান, নির্মাতা রাশীদ পলাশ, নির্মাতা গৌতম কৈরী, সংগীতশিল্পী এলিটাসহ আরও অনেকে।

মোস্তফা সরয়ার ফারুকী বাংলাদেশের বিনোদন অঙ্গনের পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে ছোটপর্দা এবং বড়পর্দায় সাড়াজাগানো সব কাজের মধ্য দিয়ে ভক্তদের বিনোদন দিয়ে এসেছেন তিনি। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে, ‘৫১ বর্তী’, ‘৪২০’, ‘৬৯’ ইত্যাদি। এছাড়া ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’, ‘ব্যাচেলর’সহ বেশকিছু জনপ্রিয় সিনেমাও নির্মাণ করেছেন তিনি।

ওটিটিতে তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘লেডিস এন্ড জেন্টলম্যান’, ‘সামথিং লাইক অ্যান অটোবায়োগ্রাফি’, ‘লাস্ট ডিফেন্ডার্স অব মনোগামী’ ইত্যাদি।