আজ বুধবার, ৩১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

লিবিয়া ও তিউনিসিয়া থেকে ফিরিয়ে দেয়া হলো ১৬১ জন বাংলাদেশিকে

editor
প্রকাশিত নভেম্বর ১৩, ২০২৪, ০২:০১ অপরাহ্ণ

Sharing is caring!

Manual1 Ad Code

টাইমস নিউজ 

Manual3 Ad Code

লিবিয়া থেকে অনিয়মিত ১৪৩ বাংলাদেশিকে দেশে ফেরানো করা হয়েছে। এছাড়া তিউনিশিয়ায় আটকে পড়া ১৮ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বুধবার (১৩ নভেম্বর) সকালে তাদের দেশে ফেরার তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয় জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লিবিয়ার বেনগাজী ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে স্বেচ্ছায় দেশে আসতে ইচ্ছুক আটকে পড়া ১৪৩ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে বুধবার সকাল ৬টা ১৫ মিনিটে বুরাক এয়ার (ইউজেড ০২২২)-এর চার্টার্ড ফ্লাইটযোগে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

Manual6 Ad Code

এদিন ভোর ৫টা ২৫ মিনিটে টিকে-৭১২ ফ্লাইটযোগে তিউনিশিয়ায় আটকে পড়া ১৮ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে দেশে প্রত্যাবাসন করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগত এসব অসহায় বাংলাদেশি নাগরিককে অভ্যর্থনা জানান।

Manual7 Ad Code

আইওএমের পক্ষ থেকে তিউনিশিয়া থেকে প্রত্যাবাসন করা প্রত্যেককে ৫ হাজার ৪৫০ টাকা এবং লিবিয়া থেকে প্রত্যাবাসন করা প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্যসামগ্রী উপহার, প্রয়োজনে প্রাথমিক চিকিৎসা এবং অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

Manual1 Ad Code

Manual1 Ad Code
Manual7 Ad Code