Sharing is caring!

সালেহ আহমদ (স’লিপক):
সম্প্রতি মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বড়মচাল এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শ্রীমঙ্গল পৌরসভার ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর, প্যানেল মেয়র-২ এবং পৌর বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মীর এম এ সালামের খোঁজখবর নিতে শ্রীমঙ্গলে তার বাসায় যান বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ এম নাসের রহমান।
শুক্রবার (১৬ মে) সন্ধ্যায় মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব আব্দুল মুকিত ও বকসি মিছবাউর রহমানকে সাথে নিয়ে এম নাসের রহমান শ্রীমঙ্গলস্থ মীর এম এ সালামের বাসায় যান এবং বিএনপি নেতা মীর এম এ সালামের শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও তার সুস্থতা কামনা করেন। এসময় স্থানীয় বিএনপি এবং যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রীমঙ্গল পৌর যুবদল নেতা মীর এম এ সালামের ছোটভাই কালাম আহমেদ বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ এম নাসের রহমান এবং জেলা থেকে আগত বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানান।
আহত বিএনপি নেতা মীর এম এ সালাম তাঁর অনুভুতি প্রকাশ করে বলেন, এম নাসের রহমানের মতো একজন মহান নেতা আমার শারীরিক অবস্থার খোঁজ নিতে আসায় কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি খুবই অভিভূত ও আনন্দিত।