আজ শুক্রবার, ২৩শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ৯ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে কুরবানীর জন্য ক্রয় করা গরু চুরি!

editor
প্রকাশিত মে ২২, ২০২৫, ০৭:৫১ অপরাহ্ণ
কালীগঞ্জে কুরবানীর জন্য ক্রয় করা গরু চুরি!

module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 0; ?AI_Scene: (-1, -1); ?aec_lux: 0.0; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

Sharing is caring!

তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর:

গাজীপুরের কালীগঞ্জে কুরবানীর জন্য ক্রয় করা গরু চুরির সংবাদ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে বুধবার  (২১ মে) রাতে উপজেলার জাংগালিয়া ইউনিয়নের আজমতপুর গ্রামের মোস্তফা মোল্লার বাড়িতে। এই গরু চুরি নিয়ে এলাকায় ব্যপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ঈদকে সামনে রেখে আতঙ্কে রাত কাটাচ্ছেন গরু খামারীরা।

সরেজমিনে গিয়ে জানা যায়, প্রতিদিনের ন্যায় মোস্তফা মোল্লা সন্ধ্যায় গোয়াল ঘরে ৩ টি গরুর খাবার-পানি দিয়ে বসত ঘরে ঘুমিয়ে পরে। পরে ফজরের নামাজের সময় ওঠে দেখেন তার গোয়ালে ২ টি গরু নেই। আশ-পাশের অনেক খোজা খুঁজি করে গলায় রশিবিহীন অবস্থায় একটি খুঁজে পায়। অন্য গরুটি নিয়ে গেছে চোর চক্রের সদস্যরা।

এ বিষয়ে কৃষকের ছেলে ওসমান গনি বলেন- আমরা এই গরুটি কিছুদিন আগে বাজার থেকে ক্রয় করি সামনের ঈদে কোরবানী দেওয়ার জন্য। পরিবারের সদস্যরা অনেক যন্ত্রে গরুটি লালন-পালন করছিল। কিন্তু কষ্টের বিষয় গত রাতে আমাদের কুরবানীর জন্য ক্রয়করা গরুটি নিয়ে গেছে চোরেরা।

গরু চুরির বিষয়টি নিয়ে কথা হয় এলাকাবাসীর সাথে তারা বলেন, এই অবস্থা চলতে থাকলে মানুষ আর গরু লালন-পালন করবেনা। বর্তমান সময়ে গরু লালন-পালন করা অনেক কষ্টকর। সারাদিন কাজ করে রাত জেগে গরু পাহারা দিতে হয়। কিছুদিন আগে চোর আটক হলেও প্রতিনিয়ত ঘটছে একের পর এক চুরির ঘটনা।

এ বিষয় কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন বলেন- সম্প্রতি আমরা উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গরু উদ্ধার করেছি। গরু চুর ধরার জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে।