আজ রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় ভুট্টা ক্ষেতে নারীর লাশ 

editor
প্রকাশিত মে ২৭, ২০২৫, ১২:৩০ অপরাহ্ণ
পুঠিয়ায় ভুট্টা ক্ষেতে নারীর লাশ 

Sharing is caring!

Manual8 Ad Code
মোহাম্মদ আলী, পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
ছাগল চড়াতে গিয়ে ভুট্টাক্ষেত থেকে লাশ হয়ে ফিড়লেন সূর্য বেগম (৬০) নামের এক বৃদ্ধা নারী। ঘটনাটি ঘটেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার উজালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বিলে এ তথ্য নিশ্চিত করেছে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন।
নিহত সূর্য বেগম একই গ্রামের মৃত মফিজ উদ্দিনের স্ত্রী। দুর্বৃত্তরা মহিলাটিকে ভুট্টা ক্ষেতের মধ্যে হত্যা করে ফেলে রেখে চলে গেছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করচ্ছে। লাশটি উদ্ধার করে মঙ্গলবার (২৭ মে) ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, প্রতিদিনের মতো সোমবার (২৬ মে) বিকালে আছরের আযানের পর উপজেলার উজালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনের বিলে সূর্য বেগম (৬০) নামের ওই বৃদ্ধা মহিলা ছাগল চড়াতে যায়। সন্ধ্যা পেরিয়ে গেলে বাসার ফিরতে দেরী হওয়ায় নিহতের ছেলে এরশাদ আলীসহ আত্মীয় স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন।এক পর্যায়ে ঐ এলাকার ইদু মিয়া নামক ব্যক্তির ভুট্টা ক্ষেতের মধ্যে পড়ে থাকতে দেখে কান্নাকাটি শুরু করলে সেখানে লোকজন জড়ো হয়। পরে পুঠিয়া থানায় খবর দিলে পুলিশ এসে সোমবার রাত ৮টার দিকে লাশ উদ্ধার করেন। স্থানীয়রা ধারণা করছেন তাকে ধর্ষণ করে পরে হত্যা করা হয়ে থাকতে পারে। ঘটনার পর থেকে উক্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মানুষের মাঝে চাপা ক্ষোভও লক্ষ্য করা গেছে।
এ বিষয়ে পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা মহিলাটিকে ভুট্টা ক্ষেতের মধ্যে হত্যা করে ফেলে রেখে চলে গেছে। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। এ বিষয়ে মামলা হবে তারপর পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।
Manual1 Ad Code
Manual8 Ad Code