আজ শুক্রবার, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যুবকের কারাদণ্ড

editor
প্রকাশিত মে ২৮, ২০২৫, ০৫:২০ অপরাহ্ণ
কালীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যুবকের কারাদণ্ড

Sharing is caring!

Manual6 Ad Code
তৈয়বুর রহমান (কালীগঞ্জ) গাজীপুর
গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইমন (২২) নামের এক যুবকেকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (২৮ মে) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্ত ইমন কালীগঞ্জ পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ড দড়িসোম গ্রামের আঃ মালেকের ছেলে।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, ইমনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে ভ্রাম্যমাণ আদালত ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
স্থানীয়রা জানান, প্রশাসনের পক্ষ থেকে মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে। আর এ ধরণের অভিযান এলাকার সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আস্থা সৃষ্টি করেছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন কালীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক  (এ.এস.আই) জামিল আহমেদ, বেঞ্চ সহকারী মো. আলামিন ভূইয়া।
ভ্রাম্যমান আদালতের বিচারক তনিমা আফ্রাদ জানান, “মাদকবিরোধী এই অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে এবং মাদকের বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’ নীতির আওতায় কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।”
Manual1 Ad Code
Manual3 Ad Code