আজ সোমবার, ৮ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি গঠন

editor
প্রকাশিত মে ২৮, ২০২৫, ০৫:২১ অপরাহ্ণ
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটি গঠন

Sharing is caring!


Manual7 Ad Code
উৎফল বড়ুয়া, সিলেট:
বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় ১১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
বুধবার (২৮ মে) সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গাজী আক্তার ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ফুরকান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোহিদ হোসেনকে আহ্বায়ক (দৈনিক একাত্তরের কথা) ও আশরাফুল ইসলাম ইমরান সদস্য সচিব (দৈনিক শুভ প্রতিদিন) করে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন- সিনিয়র যুগ্ম আহবায়ক এ এইচ আরিফ (জাস্ট সিলেট), যুগ্ম আহবায়ক হোসাইন আহমদ সুজাত (৭১ টেলিভিশন), সদস্য আলমগীর হোসেন (বাংলা টিভি), এম আর টুনু তালুকদার (আনন্দ টিভি), শাহীন আহমদ (মাইটিভি), রেজওয়ান আহমদ (দৈনিক যুগভেরী), সদস্য (সুনামগঞ্জ) আব্দুস সালাম (একুশে টিভি), সদস্য (হবিগঞ্জ) নুর উদ্দিন সুমন (দৈনিক খবরপত্র ও  দৈনিক সমকাল), সদস্য (মৌলভীবাজার) মামুনুর রশীদ তরফদার (দৈনিক আলোকিত সকাল)।
কমিটির দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ জানিয়েছেন, এই অন্তর্র্বতীকালীন কমিটি আগামী তিন মাসের মধ্যে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার এই চারটি জেলায় পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করবে। এরপর সম্মেলনের মাধ্যমে সিলেট বিভাগীয় পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। নতুন নেতৃত্বের অধীনে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে প্রত্যাশা করা হচ্ছে এবং এই কমিটি মাল্টিমিয়িার সাংবাদিকদের মানউন্নয়নে কাজ করবে।
Manual1 Ad Code
Manual3 Ad Code