আজ রবিবার, ৯ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৪শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

জুড়ীতে ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

editor
প্রকাশিত মে ২৯, ২০২৫, ০৫:৪৭ অপরাহ্ণ
জুড়ীতে ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত

Sharing is caring!

Manual3 Ad Code

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ

Manual4 Ad Code

“সমবায় শক্তি, সমবায় মুক্তি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মৌলভীবাজার জেলার জুড়ীতে দক্ষ সমবায়ী ও উৎপাদনমুখী সমবায় সমিতি গঠনের লক্ষ্যে ভ্রাম্যমাণ সমবায় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজার জেলা ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট ও জুড়ী উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে জুড়ী উপজেলাধীন সমবায় সমিতির সদস্যদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

বৃহস্পতিবার (২৯ মে) উপজেলা সমবায় কার্যালয়ে দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণে সভাপতিত্ব করেন উপজেলা সমবায় অফিসার সুধীন্দ্র চন্দ্র দেব। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর, জেলা সমবায় অফিসার মুশাহিদুর রেজা চৌধুরী, উপজেলা প্রকৌশলী মোঃ জোনায়েত আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম খান, জেলা সমবায় কার্যালয়ের সরজমিনে তদন্তকারী অফিসার মোহাম্মদ কাউছার মিয়া।

Manual4 Ad Code

এসময় মানিলন্ডারিং, সরকার কর্তৃক সমসাময়িক গৃহীত সামাজিক জনসচেতনতা ও জাতিগঠন মূলক বিষয় সম্পর্কে ধারণা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর। সমবায় সমিতির মূলধন গঠন, বিনিয়োগ বিষয়ক আলোচনা এবং বিবাদ নিষ্পত্তি ও ইন্টিগ্রেটেড ডিজিটাল সার্ভিস ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা প্রদান করেন জেলা সমবায় অফিসার মুশাহিদুর রেজা চৌধুরী। পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির অবকাঠামো উন্নয়ন, রক্ষণাবেক্ষণ ও সদস্যদের আত্ম-কর্মসংস্থান সৃষ্ঠি বিষয়ক ধারণা প্রদান করেন উপজেলা প্রকৌশলী মোঃ জোনায়েত আলম। আধুনিক কৃষি উপকরন সার, বীজ, কীটনাশক ইত্যাদির সুষ্টু ব্যবহার বিষয়ক ধারনা ও বাড়ির আঙ্গিনায় শাক সবজি ফলমূল চাষ করে আয় বৃদ্ধি করন সংক্রান্ত আলোচনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম খান। সমবায় সমিতির নির্বাচন, ব্যবস্থাপনা কমিটির দায়িত্ব কর্তব্য, সমিতির সদস্য হওয়ার যোগ্যতা, সমিতির বিভিন্ন সভা ও সমবায় সমিতির আর্থিক রেজিষ্ঠার সম্পর্কে ধারণা প্রদান করেন উপজেলা সমবায় অফিসার সুধীন্দ্র চন্দ্র দেব। সমবায়ের বিভিন্ন বিষয়ে ধারণা প্রদান করেন জেলা সমবায় কার্যালয়ের সরজমিনে তদন্তকারী অফিসার মোহাম্মদ কাউছার মিয়া।

Manual1 Ad Code
Manual8 Ad Code