আজ মঙ্গলবার, ২৮শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১২ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

ছদাহা ইউনিটি অব ইয়ং স্টার   ক্লাবের অভিষেক ও শপথ অনুষ্ঠান সম্পন্ন 

editor
প্রকাশিত নভেম্বর ২৩, ২০২৪, ০৭:৫৪ পূর্বাহ্ণ
ছদাহা ইউনিটি অব ইয়ং স্টার   ক্লাবের অভিষেক ও শপথ অনুষ্ঠান সম্পন্ন 

Sharing is caring!

Manual5 Ad Code
ফাহাদ, লোহাগাড়া-সাতকানিয়া (চট্টগ্রাম):
চট্টগ্রামের সাতকানিয়ার ঐতিহ্যবাহী শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়া ও সামাজিক উন্নয়নমূলক সংগঠন ছদাহা ইউনিটি অব ইয়ং স্টার ক্লাবের ২০২৫ -২০২৬ নির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক ও শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৮ টায়  সংগঠনের কার্যালয়ে এ অনুষ্ঠান সম্পন্ন  হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক সাতকানিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ও ক্লাবের প্রধান উপদেষ্টা শেফায়েত উল্লাহ চক্ষু সাহেব, চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমেটির সিনিয়র সদস্য ও ইউনিটি অব ইয়ং স্টার ক্লাবের প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি আবুল হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মোহাম্মদ আরমান হোসেন, উত্তর সাতকানিয়া যুবদলের সদস্য সচিব মোহাম্মদ শহীদুল্লাহ, সাতকানিয়া উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ জামাল হাকিম সাতকানিয়া উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোহাম্মদ নুরুল আবছার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে বলেন, এই ক্লাব প্রতিষ্ঠার মূল লক্ষ্যই হচ্ছে সমাজ থেকে মাদক নির্মূল কিশোর গ্যাং নির্মূল সুস্থ সমাজ ঘঠনের মূল লক্ষ্য যাইতে মধ্যে বিগত সময়ে পরিলক্ষিত হয়েছে সভাপতি তার বক্তব্যে বলেন মাদক নির্মূল সামাজিক উন্নয়ন এবং যুব সমাজের দেশাত্মবোধ রাষ্ট্র গঠনের সহায়ক ভূমিকা রাখবে অত্র ক্লাব থেকে উঠে আসবে ইউনিয়ন এবং রাষ্ট্রের নেতৃত্ব প্রধান অতিথির নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
Manual1 Ad Code
Manual7 Ad Code