আজ রবিবার, ৮ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জুড়ীতে জাতীয় সমবায় দিবস পালন

editor
প্রকাশিত নভেম্বর ৩, ২০২৪, ০২:১০ অপরাহ্ণ
জুড়ীতে জাতীয় সমবায় দিবস পালন

Sharing is caring!

সাইফুল ইসলাম সুমন, জুড়ী থেকেঃ
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মৌলভীবাজারের জুড়ীতে ৫৩তম জতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় অফিসের আয়োজনে উপজেলা প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলন, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা সমবায় কর্মকর্তা মোসাঃ নিখাত সুলতানা’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- জুড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান, জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম (তারা মিয়া মাস্টার), উপজেলা বিএনপি’র সহসভাপতি মো: লিয়াকত আলী, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপজেলা এলজিইডি’র ফ্যাসিলেটেটর শুভ ভূষণ ত্রিপুরা, কন্টিনালা রাবারড্যাম পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড সদস্য মনিরুল ইসলাম, বেলাগাঁও সোনাপুর ইসিএ ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেড সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, রুপালী সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিমিটেড সাধারণ সম্পাদক রঞ্জন বিশ্বাস, নতুনকুঁড়ি ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ সেলিম। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা কমপ্লেক্স মসজিদের ইমাম আরিফ বিল্লা, গীতা পাঠ করেন সব্যসাচী বৈদ্য সৌম্য।
সভায় বক্তারা বলেন, দারিদ্র্য বিমোচনের প্রধান উপায় অর্থনৈতিক উন্নয়ন, আর অর্থনৈতিক উন্নয়নের শ্রেষ্ঠ মাধ্যম হলো ‘সমবায়’। সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার দ্বারা সমবায় গণতান্ত্রিক পদ্ধতিতে স্বনির্ভরতা অর্জন ও আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখে। সমবায় মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দ্বারা ন্যায়নীতি ও নিষ্ঠার ভিত্তিতে গঠিত ও পরিচালিত এক সামষ্টিক কর্মপ্রচেষ্টা। সমবায় প্রতিষ্ঠানসমূহে ভ্রাতৃত্ব, সমবেত প্রচেষ্টা ও মূল্যবোধের চর্চা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। সমবায় আন্দোলনকে টেকসই রূপ দিতে কৃষি ও অন্যান্য উৎপাদনশীল খাতে বিনিয়োগসহ উৎপাদিত পণ্যের বাজারজাতকরণ ও পণ্যের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করা খুবই জরুরি। পাশাপাশি একটি জনমুখী প্রতিষ্ঠান গড়তে সমবায় কার্যক্রমের প্রতিটি ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে হবে।