নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:
নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে শুক্রবার (৪ জুলাই)বিকাল ২টা ৩০ মিনিটে উপজেলা জামায়াত কার্যালয়ে দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়।
যুব দায়িত্বশীল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ডা.একেএম আব্দুল হামিদ। সভাপতিত্ব করেন উপজেলা যুব বিভাগের সভাপতি ও উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ডা. এম.এ. মান্নান এবং সঞ্চালনা করেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি কাজী আদনান রুসেল।
বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক কোরবান আলী,উপজেলা মিডিয়া ও অফিস সম্পাদক আব্দুর সবুর, উপজেলা যুব বিভাগের ক্রিড়া সম্পাদক ব্যারিষ্টার হাসনাত জামিল এবং সকল ইউনিয়ন যুব বিভাগের সভাপতি ও সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের যুব নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ডা. একেএম আব্দুল হামিদ বলেন:”বর্তমান সময়ে দেশের যুব সমাজ এক চরম নৈতিক অবক্ষয়ের মুখোমুখি। মাদক, অপসংস্কৃতি ও বেকারত্বের কারণে তারা বিপথে চলে যাচ্ছে। এই প্রেক্ষাপটে জামায়াতে ইসলামীর যুব বিভাগের দায়িত্ব আরও বেড়ে গেছে। তরুণদের আদর্শ, নৈতিকতা ও নেতৃত্বের প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আলোকিত ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে।তিনি আরও বলেন কুরআন-সুন্নাহর আলোকে গড়ে তোলা যুবকই পারবে দেশ ও জাতির মুক্তির অগ্রপথিক হতে।”
সভাপতির বক্তব্যে ডা. এম.এ. মান্নান বলেন:”আমরা একটি সুসংগঠিত, সুশৃঙ্খল ও আদর্শভিত্তিক যুব সমাজ গড়ে তুলতে চাই, যারা সমাজ পরিবর্তনের জন্য আত্মনিয়োগ করবে। যুব নেতাদের উচিত নিজেদের চিন্তা-চেতনা ও কর্মপদ্ধতিকে ইসলামী আদর্শে গড়ে তোলা এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা।”
বৈঠকে ভবিষ্যৎ পরিকল্পনা, ইউনিয়ন পর্যায়ের সাংগঠনিক শক্তিমত্তা বৃদ্ধি ও যুব কার্যক্রমের উন্নয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।