আজ শনিবার, ৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২১শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নাগরপুরের সহবতপুর জামায়াতের যুব বিভাগ কর্তৃক যুব সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত জুলাই ৫, ২০২৫, ১২:৩৬ অপরাহ্ণ
নাগরপুরের সহবতপুর জামায়াতের যুব বিভাগ কর্তৃক যুব সভা অনুষ্ঠিত

Sharing is caring!

এম.এ.মান্নান,নাগরপুর(টাংগাইল)সংবাদদাতা:
শুক্রবার (০৪ জুলাই) বিকেলে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সহবতপুর জামায়াত অফিসে ইউনিয়ন জামায়াতের  যুব বিভাগের উদ্যোগে এক যুব সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুব সভাপতি মো. ছাদিক মিয়া।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাংগাইল-৬ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. একেএম আব্দুল হামিদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুব বিভাগের সেক্রেটারি কাজী আদনান রুসেল।বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা যুব বিভাগের সাংগঠনিক সম্পাদক মো. কোরবান আলী এবং ক্রীড়া সম্পাদক ব্যারিস্টার হাসনাত জামিল।
এ যুব সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য মাওলানা গোলাম মোস্তফা, উপজেলা ছাত্রশিবির সভাপতি মো. তোফায়েল আহমেদ, সহবতপুর ইউনিয়ন জামায়াত সভাপতি মো. লুৎফর রহমান এবং মামুদনগর ইউনিয়ন জামায়াত সভাপতি হাফেজ মাসুদ হাসান।
সভায় ইউনিয়ন যুব সেক্রেটারি আবু দাউদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।