আজ শুক্রবার, ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

মুহূর্তেই অগ্নিকাণ্ডের লেলিহান শিখায় পুড়ে ছাই

editor
প্রকাশিত জুলাই ১৭, ২০২৫, ০৫:৩৯ অপরাহ্ণ
মুহূর্তেই অগ্নিকাণ্ডের লেলিহান শিখায় পুড়ে ছাই

Sharing is caring!

তিমির বনিক:
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বৈদ্যশাসন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত প্রায় সাড়ে ১১টার দিকে হঠাৎ আগুনে দুটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে হঠাৎ আগুন দেখতে পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভাতে চেষ্টা করেন আগুন নিয়ন্ত্রণে আনতে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দুটি দোকানের মধ্যে একটি ছিল মুদি দোকান ও অপরটি ডেকোরেটার্স এর দোকান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়।
ক্ষতিগ্রস্ত দোকানদাররা বলেন, আমরা সবকিছু হারিয়ে ফেলেছি। দীর্ঘদিন ধরে যে সম্পদ গড়ে তুলেছি, তা মুহূর্তেই পুড়ে ছাই হয়ে গেছে। এখন কি করে জীবন চলবে, পরিবার নিয়ে পথে নামা ছাড়া কোন উপায় নেই।