Sharing is caring!
সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারে নাগরিক প্লাটফর্মের উদ্যোগে নাগরিক সমাজের বিভিন্ন সমমনা সংগঠনের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ নভেম্ভর) মৌলভীবাজার গার্লস গাইড কনফারেন্স রুমে জেলা নাগরিক প্লাটফর্মের আহবায়ক নজরুল ইসলাম মুহিব এর সভাপতিত্বে স্বাগত বক্তব্যে রূপান্তরের আস্থা প্রকল্পের কার্যক্রম বর্ণনা করেন সিলেট ক্লাস্টারের ক্লাসটার কো-অর্ডিনেটর হাসান তারেক।
রূপান্তর আস্থা প্রকল্পের মৌলভীবাজার জেলা সমন্বয়কারী মোঃ শিহাবুল ইসলাম খানের পরিচালনায় সমন্বয় সভায় বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট এর উপ-পরিচালক কাজী জানে আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, প্রথম আলোর জেলা প্রতিবেদক আকমল হোসেন নিপু, উসস এর নির্বাহী পরিচালক শওকত আলী, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, নাগরিক প্লাটফর্মের সদস্য সচিব মাধুরী মজুমদার, সদস্য মেহেদী হাসান, খেলা ঘরের সাধারণ সম্পাদক অপরাজিতা রায়, জীবন চক্র থিয়েটার পরিচালক আনোয়ার হোসেন দুলাল, অপরাজিতা গুল নাহার বেগম, সদর উপজেলা যুব ফোরাম আহবায়ক দীপ্র পাল দ্বীপ, রাজনগর যুব ফোরাম সদস্য গুলশানা আক্তার প্রমুখ।
সভায় নাগরিক প্লাটফর্মের সদস্যগন, উপজেলা যুব ফোরাম সদস্যবৃন্দ, অপরাজিতা, নারী নেত্রী, রেডিও পল্লীকণ্ঠের সংবাদ প্রতিনিধি, মুক্তির গান সংগঠনের আহবায়ক, উরাং ভাষা সুরক্ষা পরিষদের সম্পাদক, উরাং সমাজের প্রতিনিধিগন, শিক্ষকবৃন্দ, চা জনগোষ্ঠী আদিবাসী ফ্রন্ট, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান রাহেল, নাগরিক প্লাটফর্মের য়ুগ্ম আহব্বায়ক আ,স,ম সালেহ সোহল সহ বিভিন্ন সমমান সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
নাগরিক প্ল্যাটফর্ম ও যুব ফোরামের সদস্যদের সাথে আস্থার লক্ষ্য উদ্দেশ্য বাস্তবায়নে কাজ করার মত পোষণ করেন উপস্থিত বিভিন্ন সমমনা সংগঠনের সদস্যরা। সভাশেষে আদিবাসী শিল্পী সুদর্শন কর্তৃক গান পরিবেশন করা হয়।