আজ বুধবার, ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

editor
প্রকাশিত আগস্ট ৫, ২০২৫, ০২:৫৭ অপরাহ্ণ
পুঠিয়ায় গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি

Sharing is caring!

মোহাম্মদ আলী, পুঠিয়া প্রতিনিধিঃ
রাজশাহীর পুঠিয়ায় জুলাই আগষ্ট গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগষ্ট) বিকাল সাড়ে ৪ টার দিকে পুঠিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে প্রথমে আলোচনা সভা ও পরে বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়।
পুঠিয়া উপজেলা চত্ত্বর থেকে বিজয় র‍্যালি শুরু হয়ে উপজেলার মহাসড়ক প্রদক্ষিণ করেন।
পুঠিয়া উপজেলা বিএনপির আহবায়ক ও কেন্দ্রী কমিটির অন্যতম সদস্য এবং রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুঠিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, রাজশাহী জেলা বিএনপির সদস্য ও ২০০৮ ও ২০১৮ সালের ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।
আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক ছাত্র নেতা আমিনুল ইসলাম মিন্টু, সাবেক পৌর মেয়র ও সাবেক পৌর বিএনপির সভাপতি আসাদুল ইসলাম আসাদ, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আবু হায়াত, উপজেলা বিএনপির সদস্য সচিব এনতাজুল ইসলাম বাবু, কৃষক দলের আহবায়ক রিপন রেজা, সদস্য সচিব মাহাবুবুর রহমান, সেচ্ছাসেবক দলের  ওয়াসিম আলী, জেলা যুবদলের সদস্য ফারুক হোসেন, যুবদলের মাসুদ রানা, পুঠিয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক হুমায়ন কবির, বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহবায়ক হযরত আলী সরকার, সদস্য সচিব আব্দুল মজিদ, তুষার সরকার, বানেশ্বর ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ, শিবপুর ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আলম প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বেলপুকুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রাকিব।
এছাড়াও পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র আল মামুনের নেতৃত্বেও একটি আনন্দ মিছিল বের করা হয়।