আজ বুধবার, ৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পুঠিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

editor
প্রকাশিত আগস্ট ৫, ২০২৫, ০৩:০৬ অপরাহ্ণ
পুঠিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল

Sharing is caring!

মোহাম্মদ আলী,পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধিঃ
পুঠিয়ায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জামায়াতের সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত।
মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ৫টার দিকে পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজারে  রাজশাহী জেলার উদ্যোগে সমাবেশ ও গনমিছিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে পুঠিয়া উপজেলা আমির জনাব মাওলানা মনজুর রহমানের সভাপতিত্বে এবং পুঠিয়া উপজেলা শুরা ও কর্মপরিষদ সদস্য তাহের হুদা রন্জু র সঞ্চালনায় মিছিল উত্তর সমাবেশ সম্পুর্ণ হয়।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন।
তিনি বলেন জুলাই আমাদের চেতনার একটি জাগ্রত অংশ এই চেতনাকে বাস্তবায়ন করার জন্য সকল প্রকার ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ভবিষ্যতে যেন আর কোন ফ্যাসিবাদ কায়েম না হয়, স্বৈরাচার ক্ষমতায় আসতে না পারে এজন্য আমাদেররক সজাগ দৃষ্টি রাখতে হবে।
সমাবেশে আরো উপস্থিত ছিলেন রাজশাহী জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য জনাব মোঃ আহমদ উল্লাহ, অধ্যাপক মিনহাজুল ইসলাম এবং জনাব  মাওলানা হাফিজুর রহমান। আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা আমির জনাব সাইফুল ইসলাম এবং পুঠিয়া উপজেলা নায়েবে আমির জনাব মাওলানা শহীদুল ইসলাম ও জনাব মাওলানা ইউসুফ মির্জা প্রমুখ।