আজ সোমবার, ১৮ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

সম্প্রীতির সেতুবন্ধনে: নাগরপুরে হিন্দু সম্প্রদায়ের পাশে উপজেলা জামায়াত নেতৃবৃন্দ

editor
প্রকাশিত আগস্ট ১৮, ২০২৫, ০৪:১০ অপরাহ্ণ
সম্প্রীতির সেতুবন্ধনে: নাগরপুরে হিন্দু সম্প্রদায়ের পাশে উপজেলা জামায়াত নেতৃবৃন্দ

Sharing is caring!

এম.এ.মান্নান,নাগরপুর( টাংগাইল) সংবাদদাতা:
গত ১৪ আগস্ট শুক্রবার নাগরপুর কেন্দ্রীয় কালী মন্দির প্রাঙ্গণে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম এর নেতৃত্বে একটি প্রতিনিধিদল স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
এ সময় নেতৃবৃন্দ হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার বিষয়ে আলোচনা করেন।
মতবিনিময়কালে জামায়াত নেতা  অধ্যাপক আব্দুস সালাম বলেন, “সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে নিয়ে একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলতে হবে। ইসলাম শান্তি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের শিক্ষা দেয়। আমাদের দায়িত্ব, একে অপরের সুখ-দুঃখে পাশে থাকা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সালাম মিয়া, সহকারী সেক্রেটারি হাফেজ আজিম উদ্দিন, পাকুটিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. হুমায়ুন কবীরসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এই মানবিক উদ্যোগটি স্থানীয়ভাবে আন্তঃসম্প্রদায়িক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে এবং সমাজে সম্প্রীতির ইতিবাচক বার্তা ছড়িয়ে দিয়েছে।