Sharing is caring!

জাফর ইকবাল:
মৌলভীবাজার সদর সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন রেজি: নং: চট্ট-২৩৫৯ এর অন্তর্ভুক্ত টমটম ইউনিট কমিটি জুলাই আন্দোলনে আহত শ্রমিকদের নগদ আর্থিক সহযোগিতা প্রদান ও চালকদের সদাচরণ মূলক বিষয়ে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
মঙ্গলবার(১৯ আগষ্ট) মোঃ আজিজুল হক সেলিমের সভাপতি, মৌলভীবাজার জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-২৩৫৯ এর সভাপতিত্বে মৌলভীবাজার পৌর হল রুমে জুলাই আন্দোলনে আহত শ্রমিকদের নগদ আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।
প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মহব্বত হোসাইন উপ-পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়ন, বিভাগীয় শ্রাম দপ্তর, শ্রীমঙ্গল, বিশেষ অতিথি: মোঃ কামরুল হাছান পুলিশ পরিদর্শক, প্রশাসন ও অপারেশন ট্রাফিক বিভাগ, হাবিবুর রহমান, সহকারী পরিচালক, (ইঞ্জিঃ), বিআরটিএ, (পি আর এল ভোগরত), শেখ আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক, মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-২৩৫৯, মোহাম্মদ মুর্শেদুল আলম সহকারী পরিচালক, (ইঞ্জিঃ), বিআরটি,মোঃ শেফুল সহ সাধারন সম্পাদক মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং-২৩৫৯ আমিন আহবায়ক অনুষ্ঠান উপকমিটি, বাবুল মিয়া, সদস্য সচিব সদর টমটম ইউনিট কমিটি প্রমুখ।