আজ শুক্রবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর চক্ষু শিবির ও চিকিৎসা পরিসেবা অনুষ্ঠিত

editor
প্রকাশিত সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ণ
লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর চক্ষু শিবির ও চিকিৎসা পরিসেবা অনুষ্ঠিত

Sharing is caring!

প্রেস বিজ্ঞপ্তি.
আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে চট্টগ্রাম নগরীর মিমি সুপার মার্কেট প্রাঙ্গণে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিনামূল্যে চক্ষু শিবির, ডায়াবেটিস টেস্ট, ব্লাড গ্রুপিং সহ চিকিৎসা পরিসেবা কর্মসূচিতে প্রায় ছয় শতাধিক রোগীকে সেবা প্রদান করা হয়।
মানবিক এই সেবা কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ এর জেলা গভর্নর লায়ন মোছলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। সভাপতিত্ব করেন ক্লাব প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ নুরুল আকবর কাজল। ক্লাব সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়ার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আইপিপি মো. মেজবাহ উদ্দিন, গভর্নর এডভাইজার লায়ন রোকেয়া হক, লায়ন আলাউদ্দিন আহমেদ চৌধুরী, রিজিওন চেয়ারপারসন লায়ন মোহাম্মদ মুছা এমজেএফ, লায়ন মোহাম্মদ জিল্লুর রহমান এমজেএফ, ডিস্ট্রিক্ট চেয়ারপারসন লায়ন লায়ন মো. হাবিবুর রহমান, ক্লাব ট্রেজারার লায়ন উম্মে হাবিবা, ধন্যবাদ জ্ঞাপন করেন মিমি ব্যবসায়ী সমিতির সভাপতি জয়নাল আবেদীন কাঞ্চন। লায়ন জিয়া উদ্দিন চৌধুরীর পৃষ্ঠপোষকতায়, মিমি সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির সার্বিক ব্যবস্থাপনায়, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন কুনাল কান্তি বড়ুয়া, লায়ন সুমন বড়ুয়া, আব্দুল হান্নান আকবর, বিপ্লব বসাক, মো. ইসহাক। সার্বিক সহযোগিতায় ছিলেন লিও জেলা ট্রেজারার হোসেন লিও মো: ইমরান নিকসন, লিও মিরাজ উদ্দিন, লিও আফসানা পারভিন, লিও সাইফুন্নসা খানম তাজরিন, লিও তাওহীদ হাসান রিহাব, লিও আব্দুল্লাহ জাহির নাজিব, লিও অক্ষয় ধর সহ ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিটের নেতৃবৃন্দ এবং চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের চিকিৎসক, কর্মকর্তাবৃন্দ।
প্রধান অতিথি লায়ন মোছলেহ উদ্দিন আহমেদ অপু বলেন, লায়ন্স ইন্টারন্যাশনাল বিশ্বের কম ভাগ্যবান মানুষকে বিভিন্নভাবে সহায়তার মাধ্যমে সৌভাগ্যবানের কাতারে উন্নিত করতে নিরলসভাবে কাজ করে চলেছে। তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।
বার্তা প্রেরক : লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, সেক্রেটারী
লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট।