আজ সোমবার, ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতির মৃত্যু স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

editor
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৫, ০৩:৩২ অপরাহ্ণ
বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতির মৃত্যু স্বরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Sharing is caring!

Manual3 Ad Code

দোয়েল,বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ

Manual7 Ad Code

রাজশাহীর বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতি, অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আলী মুহাম্মদ হাশেমের মৃত্যু স্বরণে বাঘা প্রেস ক্লাব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৬ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বাঘা প্রেসক্লাবের আহবায়ক আব্দুল লতিফ মিঞার সভাপতিত্বে ও নুরুজ্জামানের সঞ্চালনায় ৯ম মৃত্যু বার্ষিকীতে স্নৃতিচারন করে বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের আহবায়ক কমিটির সদস্য- আমানুল হক আমান, আসলাম আলী, আশরাফুল আলম, ফজলুর রহমান মুক্তা ও সাইদুল ইসলাম। দোয়া পরিচালনা করেন আশরাফুল আলম ।

Manual2 Ad Code

এসময় উপস্থিত ছিলেন, মরহুম আলী মুহাম্মদ হাশেমের সহর্ধমিনী মঞ্জুরা বেগম, আহবায়ক কমিটির সদস্য লালন উদ্দীনসহ সুব্রত কুমার,মোঃদোয়েল মোল্লা,জহুরুল ইসলাম প্রমুখ।

২০১৬ সালের ২৬ অক্টোবর রাতে ডায়াবেটিক, হার্ট, ও প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে উপজেলা সদরে মিলিক বাঘা গ্রামের নিজ বাস ভবনে ৬৭ বছর বয়সে ইন্তেকাল করেন।

জীবনদ্দশায় জাতীয় দৈনিক ইত্তেফাক ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদের বাঘা প্রতিনিধি ছিলেন। ১৯৯২ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেছেন এবং বহু কবিতা ও উপন্যাস লিখেছেন।

Manual4 Ad Code

উল্লেখ্য,প্রয়াত সাংবাদিক আলী মুহাম্মদ হাশেম, ১৯৮৪ সালের ৫ নভেম্বর শাহদৌলা কলেজে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০১০ সালের ৭ জুলাই অবসর গ্রহন করেন। ১৯৫০ সালের ৭ জুলাই সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন তিনি । তার পিতা কফিল উদ্দীনের তিন ছেলের মধ্যে মরহুম হাশেম ছিলেন দ্বিতীয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রয়াত ড. মজির উদ্দীন ছিলেন তার বড় ভাই।

Manual4 Ad Code

Manual1 Ad Code
Manual4 Ad Code