আজ বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সালিশী বৈঠকে এন.আই এ্যাক্ট এর মামলার টাকা বাদী পেয়েও মামলা উত্তোলন না করার অভিযোগ

editor
প্রকাশিত নভেম্বর ১৯, ২০২৫, ১১:০২ পূর্বাহ্ণ
সালিশী বৈঠকে এন.আই এ্যাক্ট এর মামলার টাকা বাদী পেয়েও মামলা উত্তোলন না করার অভিযোগ

Sharing is caring!

Manual4 Ad Code

মোঃ জাফর ইকবাল:

Manual4 Ad Code

সালিশের মাধ্যমে বাদীর টাকা পরিশোধের পরও এন.আই এ্যাক্ট এর ১৩৮ ধারায় মামলা না তোলায় মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি/সম্পাদক অভিযোগ করেছেন ভোক্তভোগী সুরঞ্জন সূত্রধর চাচা সাধন সুত্রধর।

Manual7 Ad Code

জনাযায়, সুরঞ্জন সূত্রধরের নিকট হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার পারকুল গ্রামের অলিউর রহমান টাকা লেনদেন সংক্রান্ত বিষয়ে এন.আই এ্যাক্ট এর ১৩৮ ধারায় ৬৬/২০২৩ইং মামলা করেন। মামলা দায়েরের পূর্বে স্থানীয়ভাবে সালিশ বৈঠকে অলিউর রহমানকে ৫ পাঁচ লাখ টাকা প্রদানের সিদ্ধান্ত মোতাবেক দুই লাখ পঁচানব্বই হাজার টাকা স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গের সম্মুখে প্রদান করেন। পরে উক্ত টাকা পাওয়ার পর অলিউর রহমান তাহার বিরুদ্ধে এন.আই এ্যাক্ট এর ১৩৮ ধারায় মামলা দায়ের করেন। আদালতে বিচারাধীন থাকা অবস্থায় বাদী পক্ষের বিজ্ঞ আইনজীবী বাদীর চাচাতো ভাই ও আসামী পক্ষের বিজ্ঞ আইনজীবীর ৭ লাখ পঞ্চাশ হাজার টাকায় আপোষে মিমাংসা করেন।

এবিষয়ে লিখিত আপোষনামা’ পত্রের মধ্যে সুরঞ্জন সূত্রধর মামলার বাদী ও অলিউর রহমানকে স্বাক্ষর প্রদানক্রমে ব্যাংকের মাধ্যমে ৭ লাখা পঞ্চাশ টাকা পরিশোধ করা হয়। পরবর্তীতে বাদী অলিউর রহমান মামলা তোলেননি। এবিষয়ে উভয় পক্ষের আইনজীবি গন্যমান্য ব্যক্তিবর্গ বাদীর সহিত যোগাযোগ করলেও তিনি কোন কর্ণপাত করেননি।

Manual5 Ad Code

এব্যাপারে সুরঞ্জন সূত্রধরের চাচা সাধন সুত্র ধর অলিউর রহমানের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহন করতে মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি/সম্পাদক বরাবরে অভিযোগ করেছেন।

Manual1 Ad Code
Manual5 Ad Code