আজ শনিবার, ২২শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নাগরপুরে রাষ্ট্রীয়ভাবে বীর মুক্তিযোদ্ধা লক্ষীকান্ত সাহার শেষকৃত্য সম্পন্ন 

editor
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৫, ০৬:২২ অপরাহ্ণ
নাগরপুরে রাষ্ট্রীয়ভাবে বীর মুক্তিযোদ্ধা লক্ষীকান্ত সাহার শেষকৃত্য সম্পন্ন 

Sharing is caring!

Manual1 Ad Code
এম.এ.মান্নান,নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সদর ইউনিয়নে  অন্তর্গত দুয়াজানি নিবাসী বীর মুক্তিযোদ্ধা,নাগরপুর সরকারি কলেজের সাবেক প্রভাষক,নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির সাধারণ সম্পাদক লক্ষীকান্ত সাহা ২০শে নভেম্বর বৃহস্পতিবার রাত্রি ১০:৩৪ মিনিটে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।
২১শে নভেম্বর শুক্রবার সকালে নাগরপুর সরকারি কলেজ মাঠে রাষ্ট্রীয়ভাবে  সহকারি কমিশনার(ভূমি)দ্বীপ ভৌমিকের নেতৃত্বে জেলা পুলিশের চৌকস দল গার্ড অপ অনার প্রদান করেন। পরে নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়িতে তার কফিনে পুষ্প অর্পণ করেন।
এ সময় কেন্দ্রীয় কালি বাড়ির সভাপতি রামেন্দ্র নারায়ণ শীল বলেন লক্ষীকান্ত সাহার মৃত্যুতে আমাদের অপূরনীয় ক্ষতি হলো,আমি তার আত্মার শান্তি কামনা করি। এ সময় কালি বাড়ির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন, পরে গোলাবাড়ি শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়।
উল্লেখ্য,তিনি ২ জুলাই ১৯৪৭ সালে সভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন,মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর।
Manual1 Ad Code
Manual3 Ad Code