আজ মঙ্গলবার, ১৮ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

বাইউস্টে “বিজনেস উইক ২০২৫” এর জমকালো উদ্বোধন

editor
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২৫, ০৭:৫৬ অপরাহ্ণ
বাইউস্টে “বিজনেস উইক ২০২৫” এর জমকালো উদ্বোধন

Sharing is caring!

Manual4 Ad Code

বিশেষ প্রতিনিধি:

Manual5 Ad Code

বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (বাইউস্ট), কুমিল্লা-এর ব্যবসায় প্রশাসন বিভাগের আয়োজনে শুরু হয়েছে “বিজনেস উইক, ২০২৫”। এই উপলক্ষ্যে বাইউস্ট বিজনেস ক্লাবের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে তিন দিনব্যাপী (১৩-১৫ জানুয়ারি) এসএমই ফেয়ারের আয়োজন করা হয়েছে।

Manual3 Ad Code

সোমবার (১৩ জানুয়ারি) সকালে বিজনেস উইক ২০২৫ এবং এসএমই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস অনুষদের ডিন প্রফেসর ড. মো. তহিদুর রহমান, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. ফাতেমা জোহরা, সম্মানিত শিক্ষকমণ্ডলী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।

Manual1 Ad Code

উদ্বোধনী বক্তব্যে বাইউস্টের রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি বলেন, “ব্যবসা এবং অর্থনীতি আধুনিক বিশ্বের অন্যতম প্রধান চালিকা শক্তি। আমাদের তরুণদের উদ্যোক্তা মনোভাব গড়ে তোলা এবং ব্যবসায়িক দক্ষতা তৈরি করা দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য অত্যন্ত জরুরি। এই বিজনেস উইক তরুণদের সেই দক্ষতা অর্জনে সহায়ক হবে।”

Manual8 Ad Code

লে. কর্নেল (অব.) খন্দকার মাহমুদ হোসেন, এসপিপি, পিএসসি SME ফেয়ারেরও উদ্বোধন করেন, যেখানে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের স্টল সাজিয়ে তাদের উদ্ভাবিত পণ্য ও সেবা প্রদর্শন করে। তিনি এসব স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন। তিনি বলেন, “এসএমই উদ্যোগ দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। এই মেলা উদ্যোক্তাদের তাদের ব্যবসা প্রসারে এবং নতুন নেটওয়ার্ক তৈরিতে সহায়ক হবে।”

বিজনেস উইকের এই আয়োজনে শিক্ষার্থীরা বিভিন্ন কার্যক্রম ও প্রতিযোগীতায় অংশগ্রহণ করবে। এতে শিক্ষার্থীরা বাস্তব জীবনের ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলা করার অভিজ্ঞতা অর্জন করবে এবং তাদের সৃজনশীল প্রতিভার পরিচয় দিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এই উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা সংস্কৃতি তৈরি এবং তাদের ক্যারিয়ার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Manual1 Ad Code
Manual2 Ad Code