আজ শনিবার, ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মৌলভীবাজারে বিশ্ব কবিমঞ্চ উদ্যোগে কবি সালেহ মওসুফ এর স্মরণ সভা অনুষ্ঠিত

editor
প্রকাশিত জানুয়ারি ১৮, ২০২৫, ১০:৪৯ পূর্বাহ্ণ
মৌলভীবাজারে বিশ্ব কবিমঞ্চ উদ্যোগে কবি সালেহ মওসুফ এর স্মরণ সভা অনুষ্ঠিত

Sharing is caring!

সালেহ আহমদ (স’লিপক):
মৌলভীবাজারে বিশ্ব কবিমঞ্চ উদ্যোগে কবিমঞ্চ যুক্তরাজ্য শাখার প্রতিষ্ঠাকালীন সদস্য, মৌলভীবাজার জেলার কৃতি সন্তান কবি ও সঙ্গীত শিল্পী সালেহ মওসুফ এরস্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে বিশ্ব কবিমঞ্চ কেন্দ্রীয় কমিটি আয়োজিত স্মরণ সভায় কবিমঞ্চের উপদেষ্টা কবি মায়া ওয়াহেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আলমগীর মনসুর।
কবি পুলক কান্তি ধরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নাট্যকার খালেদ চৌধুরী, রেহেনা খান।
স্মরণ সভায় কবি সালেহ মওসুফ এর সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন হুমায়ুন রশীদ, অধ্যাপক হিরন্ময় দেব, সুইডেন প্রবাসী মাহতাব হোসেন সাচ্ছু, যুক্তরাজ্য বাংলা উপস্থাপিকা হেনা বেগম, আসাদ খান, কবি সালেহ মওসুফের সহপাঠী বাসুদেব রায়, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কবি কন্দর্প বিজয় চৌধুরী, কবি এহসানা চৌধুরী, কবি শিব প্রসন্ন ভট্টাচার্য, বিপ্লবী লীলা নাগ পরিষদের সাধারণ সম্পাদক এম খছরু চৌধুরী, মুমিনুল হক চৌধুরী, সংস্কৃতিজন নির্বেন্দু নিধূর্ত, সাংবাদিক মামুনুর রশীদ চৌধুরী প্রমুখ। প্রয়াত কবিকে নিয়ে নিবেদিত কবিতা পাঠ করেন উদীয়মান কবি পলাশ দেবনাথ।
আলোচকরা বলেন, কবি সালেহ মওসুফ শিল্প, সাহিত্য ও সংস্কৃতি জগতের এক আলোচিত মানুষ। প্রগতিশীল চিন্তক ছিলেন তিনি। শুরুতেই কবি সালেহ মওসুফকে শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।