আজ রবিবার, ১৩ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

editor
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২৫, ০৪:৩০ অপরাহ্ণ
শ্রীমঙ্গলে কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

Sharing is caring!

রূপক দত্ত চৌধুরী, শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ জানুয়ারি) বিকেলে উপজেলার আশীদ্রোন ইউনিয়ন পরিষদ মাঠে ইউনিয়ন কৃষক দলের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায়  বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল আশীদ্রোন ইউনিয়ন শাখার সাবেক বিএনপি নেতা, মো: মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল করীম ইমানী উপস্থিত ছিলেন।

এসময় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক মো: মুস্তাকিন ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোর্শেদুল ইসলাম, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো: মর্তুজা, উপজেলা বিএনপির সদস্যসচিব মোঃ তাজুল ইসলাম, শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মিল্লাত হোসেন, বিএনপি নেতা ও সাবেক কাউন্সিলর মীর এমএ সালাম ,  পৌর জাগদলের প্রতিষ্ঠাকালীন সদস্য আব্দুল মতিন, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মো: সাহেদ আহমেদ প্রমুখ।