আজ রবিবার, ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে আর্য্যশ্রাবক বনভান্তের ১০৬ তম জন্মবার্ষিকী ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা

editor
প্রকাশিত জানুয়ারি ২২, ২০২৫, ০৮:৩০ অপরাহ্ণ
সিলেটে আর্য্যশ্রাবক বনভান্তের ১০৬ তম জন্মবার্ষিকী ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা

Sharing is caring!


Manual6 Ad Code
উৎপল বড়ুয়া সিলেট প্রতিনিধি:
বাংলাদেশে বৌদ্ধ ধর্মের প্রচার-প্রসার ও মানবজাতির কল্যাণকামী দেব-মানব পূজ্য আর্য্যশ্রাবক সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৬ তম জন্মবার্ষিকীর পুণ্যস্মৃতি স্মরণে সিলেটে বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠান মঙ্গলবার ২১ জানুয়ারি, যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়ার সিলেট মহানগরীর শেখঘাটস্থ বাসায় অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংঘ প্রধান হিসাবে উপস্থিত থেকে সমবেত প্রার্থনা পরিচালনা করেন কুমিল্লা মৈত্রী বন বিহারের অধ্যক্ষ ভদন্ত নন্দসার থের, প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মৈত্রী বন বিহারের অন্তেবাসী ভদন্ত বিনয়দর্শী থের, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন রাঙ্গামাটি নানিয়ারচর মংখোলা পূর্বরাম বন বিহারের অধ্যক্ষ ভদন্ত করুনানন্দ থের, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে রাঙ্গামাটি রাজবন বিহারের অন্তেবাসী ভদন্ত স্মৃতিসার ভিক্ষু, ভদন্ত মুক্ত ভিক্ষু, ভদন্ত আনন্দযোগ ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন সীমান্ত বড়ুয়া জয়।  অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা বরনময় চাকমা, উপদেষ্টা অধ্যাপক বরন চৌধুরী, সহ সাংস্কৃতিক সম্পাদক লুনা বড়ুয়া, শেলু বড়ুয়া ও সেতু বড়ুয়া মুক্তা প্রমুখ।
Manual1 Ad Code
Manual2 Ad Code