আজ বৃহস্পতিবার, ১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

প্রাইভেট স্কুল এসোসিয়েশন সিলেট এর কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি- আব্দুল ওয়াদুদ, সম্পাদক- মাসুক মিয়া

editor
প্রকাশিত ফেব্রুয়ারি ২৩, ২০২৫, ০৬:৪১ অপরাহ্ণ
প্রাইভেট স্কুল এসোসিয়েশন সিলেট এর কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি- আব্দুল ওয়াদুদ, সম্পাদক- মাসুক মিয়া

Sharing is caring!

Manual2 Ad Code
সিলেট ডেস্ক:
সিলেটের প্রাইভেট স্কুল উদ্যোক্তাদের সংগঠন ‘প্রাইভেট স্কুল এসোসিয়েশন’ সিলেট এর দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ ফেব্রয়ারি) বিকাল ৪টায় এসোসিয়েশনের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে উৎসমুখর পরিবেশে সিলেট নগরীর দর্জিবন্দে অবস্থিত সার্ক ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের হলরুমে এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শিশির সরকারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন এসোসিয়েশনের সহ-সভাপতি মোহাম্মদ শামসুদ্দোহা এবং গীতা থেকে পাঠ করেন সহ-সভাপতি প্রবাল ভট্টাচার্য্য।
দুই পর্বের দ্বি-বার্ষিক সাধারণ সভায় ১ম পর্বে সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের রিপোর্ট পেশ করা হয় এবং রিপোর্টের উপর সকল সদস্যরা উন্মোক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। আলোচকরা বিগত দুই বছরের বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন, পাশাপাশি আগামীতে এসোসিয়শেনকে গতিশীল করতে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। আলোচনার শেষ অংশে সর্বসম্মতিক্রমে রিপোর্ট অনুমোদন করা হয়।
অনুষ্ঠানের ২য় পর্বে নতুন কার্যকরী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী আলাপ আলোচনার ভিত্তিতে সর্বসম্মতিক্রমে ২০২৫-২৭ কার্য বছরের জন্য সভাপতি হিসাবে উইমেন্স মডেল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদারের নাম ঘোষণা করা হয় এবং ফেইম একাডেমি স্কুল এন্ড কলেজ বালুচর এর প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ মাসুক মিয়াকে সাধারণ সম্পাদক হিসাবে নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক সংক্ষিপ্ত অনুভূতি প্রকাশ করেন। তারা আগামী দিনে এসোসিয়শনের কার্যক্রম এগিয়ে নিতে সকলের সহেযাগিতা ও পরামর্শ প্রত্যাশা করেন এবং তাদেরকে নির্বাচিত করায় সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি এবং সাধারণ সম্পাদক পরবর্তী ১৫ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবেন। সংস্থার বর্তমান সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক শিশির সরকার এক বিবৃতিতে নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়েছেন।
Manual1 Ad Code
Manual5 Ad Code