আজ শনিবার, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কাপাসিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে কৃষকের বাড়ীতে ঘুমন্ত নারীর মৃত্যু 

editor
প্রকাশিত নভেম্বর ১১, ২০২৪, ০৬:৩০ অপরাহ্ণ
কাপাসিয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে কৃষকের বাড়ীতে ঘুমন্ত নারীর মৃত্যু 

Sharing is caring!

আকরাম হোসাইন হিরন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি:
ঢাকা কিশোরগঞ্জ মহাসড়কের কাপাসিয়ার টোক এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে এক কৃষকের বাড়ীতে ঢুকেছে। এতে ওই বাড়ীতে ঘুমন্ত এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত মিনারা বেগম,৬০, গাজীপুর জেলার কাপাসিয়া থানার চেওরাইট গ্রামের শুক্কুর আলীর স্ত্রী। ১১ সেপ্টেম্বর সোমবার সকাল ৬ টায় দিকে টোক ই‌লোর বাড়ীর মো‌ড়ে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় উজলী দীঘীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোমতাজ উদ্দীন  জানান, আজ এক মর্মা‌ন্তিক ও হৃদয় বিদারক ঘটনা ঘটেছে। টোক ইউ‌নিয়‌নের চেওরাইট গ্রামের শুক্কুর আলীর স্ত্রী কাজ‌লের মাকে সকাল ৬ টা সময় প‌থের সাথী প‌রিবহন বাস চাপা দেয়।  তার ঘ‌রের ফ্রিজ, গ‌্যা‌সের চুলাসহ অন‌্যান‌্য আসবাবপত্র ভে‌ঙ্গে যায়।ঘুমন্ত নারীর মৃত্যু হয়েছে, তবে দুই নাতী বেচে যায়। চাল‌কের খাম‌খেয়ালীর জন‌্য এক‌টি প‌রিবার নিঃস্ব হ‌য়ে গেল।
পুলিশ জানায়, কাপাসিয়ার টোক ইউনিয়নের চেওরাইট গ্রামের  সড়কে  ইলুর বাড়ীর মোড় টোক বাজার গামী পথের সাথী বাস ( ঢাকা মেট্রো-জ ১১-০১১৮)  নিয়ন্ত্রণ হারিয়ে শুক্কুর আলীর বাড়ীতে উঠাইয়া দেয়। এতে বাড়ীতে থাকা শুক্কুর স্ত্রী মিনারা বেগম ঘটনাস্থলে মারা যায়। বাড়ীতে ও ঘরে থাকা আসবাবপত্র ক্ষতিগস্থ হয়। যাহার পরিমাণ আনুমানিক ৬০.০০০ টাকা।
কাপাসয়া থানার ওসি কামাল হোসেন বলেন, বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাড়ীর ভিতরে ডুকে যায়। এতে বাড়ীতে থাকা এক নারীর মৃত্যু হয়েছে।  বাড়ীর আসবাবপত্র ভেঙে গেছে।
বাস আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। লাশ উদ্ধার করা হয়েছে।  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।